৪ দিনের ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার, ব্রাহ্মণবাড়িয়া
Jun 20, 2024 - 18:42
 0  5
৪ দিনের ছুটি শেষে কর্মচঞ্চল আখাউড়া স্থলবন্দর

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আযহা উপলক্ষে চার দিন বন্ধ থাকার পর ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া স্থলবন্দর দিয়ে ভারত ও বাংলাদেশের মধ্যে আমদানি-রপ্তানি বাণিজ্য শুরু হয়েছে। ছুটি শেষে বন্দরের ব্যবসায়ী, কর্মকর্তা-কর্মচারীদের পদচারণায় কর্মচাঞ্চল্য আখাউড়া স্থলবন্দর।

বৃহস্পতিবার সকালে আখাউড়া স্থলবন্দরের ট্রাফিক পরিদর্শক রুকুনুজ্জামান আবেদিন  বিষয়টি নিশ্চিত করেছেন।
তিনি বলেন, সকাল ১০ টার দিকে ৫ টি গাড়িতে করে প্রায় ২৫ টন হিমায়িত মাছ রপ্তানির মাধ্যমে আমদানি-রপ্তানি শুরু হয়েছে। ঈদুল আযহার ছুটিতে দুই দেশের মধ্যে বাণিজ্য কার্যক্রম চার দিন বন্ধ ছিল। আজ সকালে বন্দরের কার্যক্রম স্বাভাবিক হয়েছে।
আখাউড়া স্থলবন্দরের আমদানি-রপ্তানিকারক অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম বলেন, পবিত্র ঈদুল আযহা উপলক্ষে গত রোববার থেকে বুধবার পর্যন্ত টানা চার দিন বন্দরে ব্যবসায়ী কার্যক্রম বন্ধ ছিল। আজ বৃহস্পতিবার সকাল থেকে সব ধরনের বাণিজ্য কার্যক্রম স্বাভাবিক রয়েছে।
আখাউড়া আন্তর্জাতিক ইমিগ্রেশন চেকপোস্টের ওসি মোঃ খাইরুল আলম বলেন, পবিত্র ঈদুল আজহার ছুটিতে টানা চার দিন দুই দেশের বাণিজ্য বন্ধ ছিল। তবে ভারত-বাংলাদেশের পাসপোর্টধারী যাত্রী পারাপার অন্য দিনের মতোই স্বাভাবিক ছিল।

  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow