৮ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যবসায়ীকে আটক করেছে হাইওয়ে পুলিশ
কুমিল্লার কোতোয়ালি এলাকা হতে ৮ কেজি গাঁজাসহ দুইজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানা পুলিশ। রবিবার (২৬ মে ২০২৪খ্রিঃ) সন্ধ্যা অনুমানিক সাড়ে ৭ টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আলেখারচর এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটককৃতরা হলো নীলফামারী জেলার সদর থানার কুটিপাড়া এলাকার মো: লাবলু(২২) ও বানিয়াপাড়া এলাকার রাকিব ইসলাম (১৯)।
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের ঢাকাগামী লেনে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার সামনে চেকপোস্ট করাকালীন গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারে যে, ঝুমুর পরিবহনের যাত্রীবাহী বাস (রেজিস্ট্রেশন নং- ঢাকা মেট্টো-ব-১৫-৮৩৩০) এর যাত্রী মাদক বহন করছে। এই তথ্যের ভিত্তিতে ময়নামতি ক্রসিং হাইওয়ে থানার এসআই শরীফ উদ্দিন ও এএসআই সোহেল সঙ্গীয় ফোর্সসহ উক্ত বাসের যাত্রীদ্বয়কে আটক করে। এ সময় তাদের কাছে থাকা ব্যাগ তল্লাশি করে ৮(আট) কেজি গাজা উদ্ধার করা হয়। এই বিষয়ে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।
What's Your Reaction?