অগ্নিসংযোগের মামলায় মৎস্যজীবী লীগ নেতা সজল গ্রেপ্তার

জাকির হোসেন, স্টাফ রিপোর্টারঃ
Mar 12, 2025 - 22:02
 0  17
অগ্নিসংযোগের মামলায় মৎস্যজীবী লীগ নেতা সজল গ্রেপ্তার

ফরিদপুরের সালথায় হাচান আশরাফের বাড়িতে হামলা, ভাঙচুর ও অগ্নিসংযোগের মামলায় উপজেলা আটঘর ইউনিয়ন মৎস্যজীবী লীগ নেতা সজল শেখকে গ্রেপ্তার করেছে পুলিশ।

বুধবার (১২ মার্চ) সন্ধ্যা ৬টার দিকে সালথা উপজেলার আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। সজল শেখ বোয়ালিয়া গ্রামের হাবিবুর রহমান হবির ছেলে এবং সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়ার নাতি।

সালথা থানা পুলিশের তথ্য অনুযায়ী, গত ১৯ জানুয়ারি সকাল ১০টার দিকে সালথা উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক আব্দুল ওহাব মিয়া ও বিএনপি নেতা নাসির মাতুব্বরের সমর্থকরা দেশীয় অস্ত্রসহ হাচান আশরাফের দোতলা বাড়িতে হামলা চালায়। তারা ব্যাপক ভাঙচুরের পাশাপাশি একটি টিনের ঘরে অগ্নিসংযোগ করে।

এ সময় হাসান আশরাফের সমর্থকদের বাড়িঘরও ক্ষতিগ্রস্ত হয়। স্থানীয় ৮ নম্বর ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক মাজেদ মোল্যার দুটি ঘর, ইউনুস মোল্যার দুটি ঘর, বিভাগদী গ্রামের শহীদ সরদারের বাড়িঘর এবং শফিকের একটি দোকানও ভাঙচুর ও লুটের শিকার হয়।

এই ঘটনায় ২টি মামলা দায়ের করা হয়, যার একটি বিস্ফোরক দ্রব্য আইনে এবং অন্যটি মারামারির অভিযোগে। উভয় মামলায় এজাহারভুক্ত আসামি ছিলেন সজল শেখ, যিনি ঘটনার পর থেকে পলাতক ছিলেন।

সালথা থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. আতাউর রহমান জানান, গোপন সংবাদের ভিত্তিতে এসআই প্রশান্ত কুমার মণ্ডল সঙ্গীয় ফোর্স নিয়ে আটঘর ইউনিয়নের বোয়ালিয়া বাজার এলাকা থেকে সজল শেখকে গ্রেপ্তার করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow