অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২২০তম উদ্যোগে অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান

মোঃ শামীম মিয়া , বিজয়নগর প্রতিনিধি, ব্রাহ্মণবাড়ীয়াঃ
Apr 28, 2025 - 12:54
 0  2
অগ্রভাগীয় সাহিত্য সংগঠনের ২২০তম উদ্যোগে অসহায় পরিবারকে টিউবওয়েল প্রদান

ব্রাহ্মণবাড়িয়ার কসবা উপজেলায় দরিদ্র ও অসহায় পরিবারের পাশে দাঁড়ানোর ধারাবাহিকতায়, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন 'সি টি এল' তাদের ২২০তম কার্যক্রম হিসেবে একটি অসহায় পরিবারের জন্য টিউবওয়েল স্থাপন করেছে।

সোমবার (২৮ এপ্রিল) সকাল ১০টায় কসবা উপজেলার ধর্মপুর গ্রামে দরিদ্র জিলানী মিয়ার বাড়িতে টিউবওয়েলের স্থাপনা কাজ চলমান রয়েছে। কাজের অগ্রগতি দেখতে সংগঠনটির সভাপতি মোঃ আশফাতুল হোসেন ভূইয়া এলমান现场 পরিদর্শনে যান। তিনি জানান, "আমরা সব সময় চেষ্টা করি অসহায় মানুষের মুখে হাসি ফোটাতে। আশা করছি, খুব দ্রুত টিউবওয়েলের কাজ সম্পন্ন করে এটি ওই পরিবারের কাছে হস্তান্তর করা হবে।"

উল্লেখ্য, অগ্রভাগীয় সাহিত্য সংগঠন 'সি টি এল' ২০২০ সাল থেকে ধারাবাহিকভাবে বিভিন্ন দরিদ্র পরিবারের মাঝে সহায়তা প্রদান করে আসছে। এর অংশ হিসেবে ইতিপূর্বেও বহু সংখ্যক টিউবওয়েল বিতরণ করেছে সংগঠনটি।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow