অটোরিকশা চালক হত্যা মামলার প্রধান আসামি গ্রেফতার

ঢাকা জেলার ধামরাই থানাধীন মাথুলিয়া এলাকায় একটি অজ্ঞাতনামা মৃতদেহ উদ্ধারের ঘটনায় র্যাব-৪ তদন্ত চালিয়ে হত্যা মামলার অন্যতম প্রধান আসামি মোঃ হালিম (২৬) কে গ্রেফতার করেছে।
গত ১২ মার্চ ২০২৫, দুপুর ১২টার দিকে ধামরাই থানার মাথুলিয়া এলাকার আকসিনগর হাউজিং প্রকল্পের পাশে একটি কাঁচা রাস্তার পাশের ফাঁকা জায়গা থেকে এক ব্যক্তির মরদেহ উদ্ধার করা হয়। খবর পেয়ে ধামরাই থানার উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ সাইফুল ইসলাম ঘটনাস্থলে পৌঁছে মরদেহের সুরতহাল করেন। নিহতের বয়স আনুমানিক ৩৭ বছর এবং তিনি মুসলিম ছিলেন। মরদেহের দুই হাত পেছনে বাঁধা ছিল এবং দুই পা রশি দিয়ে মোড়ানো ছিল। প্রাথমিক সুরতহাল শেষে মরদেহ ময়নাতদন্তের জন্য শহীদ সোহরাওয়ার্দী মেডিকেল কলেজ মর্গে পাঠানো হয়।
র্যাব-৪ হত্যাকাণ্ডের ছায়া তদন্ত শুরু করে এবং তথ্যপ্রযুক্তির সহায়তায় ১৬ মার্চ ২০২৫, ধামরাই থানার সাছনা এলাকায় অভিযান চালিয়ে মোঃ হালিমকে গ্রেফতার করে। গ্রেফতারকৃত হালিমের দেওয়া তথ্য অনুযায়ী, হত্যাকাণ্ডে জড়িত আরও দুই সহযোগী আলী হোসেন ও সজিব পলাতক রয়েছে।
তদন্তে জানা যায়, হত্যাকারীরা মূলত অটোরিকশা ছিনতাইকারী চক্রের সদস্য। ৯ মার্চ ২০২৫, দুপুরে হালিম, আলী হোসেন ও সজিব মিলে অটোরিকশাচালক ভিকটিমকে কৌশলে আকসিনগর এলাকায় ডেকে নিয়ে যায়। সেখানে পৌঁছানোর পর ভিকটিমকে হাত-পা বেঁধে অটোরিকশার ভেতরে আটকে রাখা হয়। পরে হালিমকে ভিকটিমের হাত চেপে ধরতে বলা হয়, আর সেই সুযোগে আলী ও সজিব ছুরি দিয়ে গলা কেটে হত্যা করে। মরদেহ পাশের ফাঁকা জায়গায় ফেলে তারা অটোরিকশা নিয়ে পালিয়ে যায়।
হালিম আরও জানায়, হত্যার পর ভিকটিমের মোবাইল ফোনটি তাকে দেওয়া হয়, যা পরে ৩,০০০ টাকায় বিক্রি করে সে।
গ্রেফতারকৃত মোঃ হালিমের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ প্রক্রিয়াধীন। একই সঙ্গে পলাতক আসামিদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে বলে জানিয়েছে র্যাব-৪।
What's Your Reaction?






