অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ,ভাংচুর,সংঘর্ষ 

জোবায়ের সাকিব, জেলা প্রতিনিধি, ঢাকা
May 19, 2024 - 19:54
 0  10
অটোরিকশা চালকদের রাস্তা অবরোধ,ভাংচুর,সংঘর্ষ 

রবিবার সকাল দশটা থেকে রাজধানীর ব্যস্ততম এলাকা মিরপুর ১০ নং এ রাস্তা অবরোধ করে আন্দোলন শুরু করে ব্যাটারি চালিত অটোরিকশার চালকগণ। এই আন্দোলনের ফলে পুরো মিরপুর এলাকার রাস্তা বন্ধ হয়ে যায়। ফলে সাধারণ যাত্রীরা চরম ভোগান্তিতে পড়ে। পরবর্তীতে পুলিশ আন্দোলন কারীদের সরিয়ে দিতে গেলে তুমুল সংঘর্ষ বাঁধে। এসময় আন্দোলনকারীরা বাস,মিনিবাস ভাংচুর করে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ভোর দশটার দিকে বিক্ষোভকারী অটো চালকরা মিরপুর ১০ নং গোল চত্বর এলাকায় রাস্তা অবরোধ করে বিক্ষোভ শুরু করলে বাস সহ অন্যন্যা গাড়ি চলাচল বন্ধ হয়ে যায় এবং যানযটের সৃস্টি হয়। পরবর্তীতে সংঘর্ষের সৃষ্টি হয়।

বিক্ষোভকারী অটোরিকশা চালকগন বলেন, অটোরিকশা বন্ধের নির্দেশ প্রত্যাহার করে অটোরিকশা চালানোর সুযোগ দেওয়ার দাবি জানান। সরকার অটোরিকশা বন্ধের ঘোষণার পরে পুলিশ তাদের গ্রেফতার করছে। যার কারনে তারা গাড়ি  জন্য চালাতে পারছে না। কর্মহীন হয়ে পরছে তারা। বিকল্প আয়ের পথ তৈরি না করা পর্যন্ত অটোরিকশা চালাতে দেওয়ার জোর দাবি জানানো হয়।

এদিকে পুলিশ সতর্ক অবস্থানে রয়েছে যাতে আন্দোলনকে কেন্দ্র করে কোন ধরনের অপ্রীতিকর ঘটনা যাতে না ঘটে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow