অটোরিকশায় নারীকে হেনস্তা, রাজশাহীর রানা নওগাঁ থেকে আটক

মো: গোলাম কিবরিয়া , জেলা প্রতিনিধি, রাজশাহী
Mar 12, 2025 - 16:25
 0  3
অটোরিকশায় নারীকে হেনস্তা, রাজশাহীর রানা নওগাঁ থেকে আটক

রাজশাহীতে ব্যাটারিচালিত অটোরিকশায় এক নারীকে হেনস্তার অভিযোগে মো. রানা (৪২) নামের এক ব্যক্তিকে আটক করেছে পুলিশ। মঙ্গলবার (১১ মার্চ) দিবাগত রাতে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের (আরএমপি) মহানগর গোয়েন্দা শাখা (ডিবি) অভিযান চালিয়ে তাকে নওগাঁ থেকে আটক করে।

বুধবার (১২ মার্চ) সকালে রাজশাহী মেট্রোপলিটন পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন এ তথ্য নিশ্চিত করেন। তিনি জানান, অভিযুক্ত রানা রাজশাহী মহানগরীর কেশবপুর এলাকার বাসিন্দা।

জানা গেছে, মঙ্গলবার বিকেলে রাজশাহী নগরীর এক অটোরিকশায় বসে অশ্লীল অঙ্গভঙ্গির মাধ্যমে এক নারীকে হেনস্তা করেন রানা। এ ঘটনার একটি ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়লে বিষয়টি ব্যাপক সমালোচনার সৃষ্টি করে এবং অভিযুক্তকে আটকের দাবি ওঠে।

এরপর আইনশৃঙ্খলা বাহিনী অভিযুক্ত রানাকে ধরতে নগরীর বিভিন্ন এলাকায় অভিযান চালায়। গোপন সংবাদের ভিত্তিতে গোয়েন্দা পুলিশ জানতে পারে, রানা নওগাঁয় অবস্থান করছে। এরপর রাতে নওগাঁয় অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

এ বিষয়ে আরএমপির অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, "অভিযুক্ত রানাকে নওগাঁ থেকে আটক করে রাজশাহীতে আনা হচ্ছে। তাকে জিজ্ঞাসাবাদ শেষে বিস্তারিত তথ্য জানানো হবে।"

নারীর প্রতি সহিংসতা ও হয়রানির ঘটনায় অভিযুক্তের দ্রুত গ্রেফতারকে সাধুবাদ জানিয়েছেন রাজশাহীর নাগরিক সমাজ। তবে তারা এ ধরনের অপরাধের কঠোর শাস্তির দাবি জানিয়েছেন, যাতে ভবিষ্যতে কেউ এ ধরনের কর্মকাণ্ড করতে সাহস না পায়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow