অতিরিক্ত মদ পানে আখাউড়ায় অটোরিকশা চালকের মৃত্যু
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অতিরিক্ত মদ পান করে নাসির মিয়া-(৩২) নামে এক অটো রিকসা চালকের মৃত্যু হয়েছে।
বৃহস্পতিবার রাতে পৌরসভার রেলওয়ে বাইপাস সংলগ্ন হরিজন পল্লীতে এই ঘটনা ঘটে। নাসির মিয়া পৌর এলাকার মসজিদ পাড়ার রেনু মিয়ার ছেলে।
প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ সোহেল জানান, রাতে রেলওয়ে হরিজন পল্লীতে গিয়ে অতিরিক্ত চোলাই মদপান করে নাসির। এরপর পরই সে মাটিতে লুটিয়ে পড়ে। তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ময়না তদন্তের জন্য তার লাশ জেলা সদর হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
What's Your Reaction?