অনাথ শিশুদের মাঝে শীতের উষ্ণতা ছড়ালো সমাজসেবা অধিদপ্তর

বান্দরবানের থানচি উপজেলার দুইটি ইউনিয়নের চারটি অনাথ ও এতিম শিশুদের প্রতিষ্ঠানকে শীতবস্ত্র সহায়তা প্রদান করা হয়েছে। রবিবার, ৯ মার্চ সকালে উপজেলা সমাজসেবা কার্যালয়ে এ শীতবস্ত্র বিতরণ কার্যক্রম অনুষ্ঠিত হয়।
বাংলাদেশ জাতীয় সমাজকল্যাণ পরিষদের অনুদানের আওতায় উপজেলা সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে মোট ৭০টি কম্বল এবং ৪০টি শিশুদের হুডি বিতরণ করা হয়। শীতার্ত শিশুদের উষ্ণতা দিতে এ কার্যক্রম বাস্তবায়ন করা হয়েছে।
শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা (অ:দা:) তানবির হাসান, থানচি প্রেস ক্লাবের সভাপতি মংবোওয়াংচিং মারমা অনুপম, অনাথ শিশুদের বাতিঘর 'করুণাশিশু সদন'-এর পরিচালক ও উপজেলার ভিক্ষু সংঘের সাধারণ সম্পাদক উ. গাইন্ডামালা মহাথের, 'মৈত্রি শিশু সদন'-এর পরিচালক উ. ইউসারা ভিক্ষু, এতিম শিশুদের কুরআন শিক্ষা প্রতিষ্ঠান 'মা-আরিফুল কুরআন মাদ্রাসা'-এর পরিচালক মাওলানা জুবাইর আহম্মদ এবং ম্রো ভাষা শিক্ষা প্রতিষ্ঠান 'আশার আলো শিশু সদন'-এর পরিচালক মাংসার ম্রো। এছাড়াও সমাজসেবা অধিদপ্তরের অন্যান্য কর্মকর্তা ও কর্মচারীরা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
এই উদ্যোগের মাধ্যমে থানচি উপজেলার অনাথ ও এতিম শিশুদের শীতের কষ্ট কিছুটা লাঘব হবে বলে সংশ্লিষ্টরা আশাবাদী। সমাজসেবা অধিদপ্তর ভবিষ্যতেও এমন মানবিক সহায়তা কার্যক্রম চালিয়ে যাবে বলে জানিয়েছেন সংশ্লিষ্ট কর্মকর্তারা।
What's Your Reaction?






