অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা 

মো: গোলাম কিবরিয়া,রাজশাহী জেলা প্রতিনিধি
Jan 26, 2025 - 20:36
 0  3
অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টা 

রাজশাহীর বাঘা উপজেলার চকরাজাপুর ইউনিয়ন পরিষদের (ইউপি) চেয়ারম্যান ডিএম বাবুল মনোয়ার ওরফে বাবুল দেওয়ানকে অপহরণ করে মুক্তিপণ আদায়ের চেষ্টার ঘটনা ঘটেছে।

পুলিশ বলছে, অভিযান শুরু করার কারণে অপহরণকারীরা বাবুলকে ছেড়ে দিয়েছে।

যদিও পুলিশ এ ঘটনায় কাউকে আটক করতে পারেনি। বাবুল দেওয়ান মুক্তিপণ দিয়েই ছাড়া পেয়েছেন বলে বাঘার একাধিক সূত্র দাবি করেছে।

এ ব্যাপারে বাবুলের সঙ্গে কথা বলা যায়নি। তার মোবাইল ফোন বন্ধ। বাবুলের দুজন নিকটাত্মীয়কে ফোন করা হলে তারা এ ব্যাপারে কথা বলতে চাননি।

ইউপি চেয়ারম্যান বাবুল দেওয়ান পদ্মা নদীর ওপারের চকরাজাপুর ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি। গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের পর তিনি এলাকায় তেমন একটা যান না। রাজশাহী মহানগর এলাকায় ভাড়া বাসায় পরিবার নিয়ে থাকেন তিনি।

নগরীর বোয়ালিয়া থানার ওসি মেহেদী মাসুদ বলেন, বাবুল দেওয়ানের স্ত্রী আমাদের খবর দেন যে তার স্বামীকে অপহরণ করা হয়েছে। তার সঙ্গে যোগাযোগ করে চার লাখ টাকা মুক্তিপণ দাবি করা হয়েছে। বিষয়টি জানতে পেরে আমরা বিভিন্ন স্থানে অভিযান শুরু করি। এর ফলে অপহরণকারীরা বাবুল দেওয়ানকে ছেড়ে দিয়েছে।

তিনি জানান, বুধবার সন্ধ্যায় নগরীর সাহেববাজার জিরোপয়েন্ট থেকে বাবুল দেওয়ানকে তুলে নিয়ে যাওয়া হয়। এরপর মাদ্রাসা মাঠ ও টি-বাঁধ এলাকায় নেওয়া হয়। পরে ভোররাতে বিনোদপুর এলাকায় নিয়ে ছেড়ে দেওয়া হয়। এ ব্যাপারে পরিবার কোনো অভিযোগ করেনি।

কারা অপহরণ করেছিল জানতে চাইলে ওসি বলেন, এটা আমরা এখনো নিশ্চিত না। দুর্বৃত্তরা অপহরণ করেছিল বলা যায়। পরিবার অভিযোগ করলে আমরা তদন্ত করে দেখে ব্যবস্থা নেব।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow