অবশেষে আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন হলো
অবশেষে দীর্ঘ প্রতিক্ষার পর লালমনিরহাটের আন্ত:নগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেন চালু হলো।
মঙ্গলবার সকাল সাড়ে ১১ টায় লালমনিরহাটের পাটগ্রাম উপজেলার বুড়িমারী রেলওয়ে স্টেশনে মোঃ আব্দুস সালাম (বিভাগীয় রেলওয়ে ব্যবস্থাপক, বাংলাদেশ রেলওয়ে, লালমনিরহাট) এর সভাপতিত্বে বুড়িমারী-ঢাকা-বুড়িমারী রুটে চলাচলের জন্য নতুন আন্তঃনগর ‘বুড়িমারী এক্সপ্রেস’ ট্রেন উদ্বোধন উপলক্ষে এক উদ্বোধনী অনুষ্ঠান আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে আন্ত:নগর বুড়িমারী এক্সপ্রেস ট্রেনের শুভ উদ্বোধন করেন লালমনিরহাট-১ আসনের সংসদ সদস্য বীর মুক্তিযোদ্ধা মোঃ মোতাহার হোসেন।
এসময় সন্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, লালমনিরহাট-২ আসনের সংসদ সদস্য নুরুজ্জামান আহমেদ, অ্যাডভোকেট মোঃ মতিয়ার রহমান সংসদ সদস্য, লালমনিরহাট-৩, অসীম কুমার তালুকদার (মহাব্যবস্থাপক (পশ্চিম), বাংলাদেশ রেলওয়ে, রাজশাহী), মোহাম্মদ উল্যাহ (জেলা প্রশাসক, লালমনিরহাট), মোহাম্মদ সাইফুল ইসলাম (পুলিশ সুপার, লালমনিরহাট জেলা) সহ এলাকার সর্বসাধারণ উপস্থিত ছিলেন।
উক্ত অনুষ্ঠানে বক্তারা, রেলওয়ে সহ বাংলাদেশের প্রতিটি পর্যায়ে বর্তমান সরকারের বিভিন্ন উন্নয়নমূলক কর্মকাণ্ড তুলে ধরেন।
What's Your Reaction?