অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

মোঃ নাজমুল হোসেন,জেলা প্রতিনিধি, পিরোজপুরঃ
Mar 9, 2025 - 11:40
 0  5
অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদের উদ্যোগে ইফতার ও দোয়া মাহফিল আয়োজন

অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ, পিরোজপুর জেলা শাখার উদ্যোগে এক মনোজ্ঞ ইফতার ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। শনিবার (৮ মার্চ) বিকেলে পিরোজপুর শহরের কলেজ রোডস্থ চাইনিজ প্যালেসে এ মাহফিলের আয়োজন করা হয়।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন পরিষদের সভাপতি সার্জেন্ট (অব.) মোঃ রফিকুল ইসলাম এবং সঞ্চালনা করেন সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ হাবিবুর রহমান।

ইফতার ও দোয়া মাহফিলে বক্তব্য দেন পরিষদের উপদেষ্টা মণ্ডলীর সদস্য ক্যাপ্টেন (অব.) মোঃ নাছির, ওয়ারেন্ট অফিসার (অব.) আঃ রব, যুগ্ম-সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) নজরুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক সার্জেন্ট (অব.) সৈয়দ আব্দুল আউয়াল ও কোষাধ্যক্ষ সার্জেন্ট (অব.) মোঃ মামুন খান। এছাড়াও পিরোজপুর জেলা শাখার বিভিন্ন উপজেলার— কাউখালী, ভান্ডারিয়া, নাজিরপুর, জিয়ানগর, নেছারাবাদ ও মঠবাড়িয়া উপজেলা শাখার সদস্যরা এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

সভাপতির বক্তব্যে সার্জেন্ট (অব.) মোঃ রফিকুল ইসলাম বলেন, "আগের যেকোনো সময়ের তুলনায় অবসরপ্রাপ্ত সশস্ত্র বাহিনী পরিষদ পিরোজপুরে সংগঠনের সদস্যদের জন্য নিরলসভাবে কাজ করে যাচ্ছে।"

সাধারণ সম্পাদক সার্জেন্ট (অব.) মোঃ হাবিবুর রহমান তার বক্তব্যে বলেন, "আমরা একই পরিবারের সদস্য। আপনারা আপনাদের সুখ-দুঃখের কথা আমাদের সঙ্গে ভাগ করবেন, আমরা যথাসাধ্য সহায়তা করার চেষ্টা করব। পাশাপাশি দেশের কল্যাণে ও মানবিক যেকোনো কাজে সরকারকে সহায়তা করতে আমরা সবসময় প্রস্তুত।"

অনুষ্ঠানের শেষ পর্যায়ে দেশ ও জাতির শান্তি কামনায় বিশেষ দোয়া অনুষ্ঠিত হয়।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow