অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি-বিএসএফ'র সৌজন্য সাক্ষাৎ 

মজিদ মল্লিক, নওগাঁ জেলা প্রতিনিধি:
Mar 23, 2024 - 20:09
 0  6
অবৈধ অনুপ্রবেশ প্রতিরোধে বিজিবি-বিএসএফ'র সৌজন্য সাক্ষাৎ 

নিরাপদ সীমান্ত,সীমান্তে অবৈধ অনুপ্রবেশ, সীমান্ত আইন লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধসহ বিজিবি-বিএসএফ বাহিনীর মধ্যে সুসমন্বয় এবং দ্বিপাক্ষিক সম্পর্ক উন্নয়নের অঙ্গীকারে অনুষ্ঠিত হলো ব্যাটালিয়ন অধিনায়ক পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনষ্ঠিত হয়েছে। 

পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি সূত্রে জানা যায়, শনিবার ( ২৩ মার্চ) বাংলাদেশ বেলা ১১.২৫ টায় পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ, আরাদপুর এর মধ্যে সীমান্ত পিলার ২৫৪ এমপি হতে ২৫০ গজ বাংলাদেশের অভ্যন্তরে ঘুরকী নামক স্থানে বিজিবি এর আহবানে ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে সৌজন্য সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। 

উক্ত সভায় বর্ডার গার্ড বাংলাদেশ এর পক্ষে ০৫ সদস্য বিশিষ্ট প্রতিনিধি দলের নেতৃত্ব দেন পত্নীতলা ব্যাটালিয়ন ১৪ বিজিবি'র  অধিনায়ক  লেঃ কর্নেল মোঃ হামিদ উদ্দিন, বিজিবিএমএস,পিএসসি, অপরদিকে ৫ সদস্য বিশিষ্ট বিএসএফ প্রতিনিধি দলের নেতৃত্ব দেন ভারতের আরাদপুর  ১৬৪ ব্যাটালিয়ানের কমান্ড্যান্ট শ্রী সঞ্জয় কুমার মিশ্রা।  

সৌজন্য সাক্ষাতে সীমান্তে অবৈধ অনুপ্রবেশ,সীমান্ত লঙ্ঘন, চোরাচালান প্রতিরোধ, সীমান্তবর্তী সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। পত্নীতলা ব্যাটালিয়ন (১৪ বিজিবি) এবং প্রতিপক্ষ ১৬৪ ব্যাটালিয়ন বিএসএফ এর মধ্যে সু-সমন্বয় ও দ্বি-প্রাক্ষিক সম্পর্ক উন্নয়নের ফলে বিগত ০২ বছরে সীমান্তে কোন ধরনের অনাকাংক্ষিত ও অপ্রীতিকর ঘটনা ঘটেনি এবং উভয় দেশের অধিনায়ক এ ধারা অব্যাহত রাখার জন্য অঙ্গীকার ব্যক্ত করেন। 

সীমান্তবর্তী জনসাধারণের নিরাপত্তা এবং সীমান্তে শান্তি শৃঙ্খলা বজায় রেখে উভয় অধিনায়ক একসাথে কাজ করার ব্যাপারে দৃঢ় প্রত্যয় ব্যক্ত করে সৌহার্দ্যপূর্ণ পরিবেশে সৌজন্য সাক্ষাৎ শেষ হয়। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow