অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

নুরুল ইসলাম, স্টাফ রিপোর্টারঃ
Mar 18, 2025 - 16:05
 0  4
অবৈধ মাটির ট্রাকের চাপায় গৃহবধূর মর্মান্তিক মৃত্যু

ফরিদপুরের সদরপুরে অবৈধ ও বেপরোয়া মাটির ট্রাকের নিচে চাপা পড়ে রোজিনা (৩৮) নামের এক গৃহবধূর মর্মান্তিক মৃত্যু হয়েছে। রোজিনা ৪ সন্তানের জননী এবং উপজেলার ভাষাণচর ইউনিয়নের আদু বেপারীর ডাঙ্গী গ্রামের বাসিন্দা।

সোমবার (১৭ মার্চ) রাত আনুমানিক ১০টায় বাচ্চু বেপারীর বাড়িতে মাটি ভরাটের কাজ চলাকালে এ দুর্ঘটনা ঘটে। নিহতের স্বামী বাচ্চু বেপারীর ভাষ্য অনুযায়ী, কন্ট্রাক্টর রিংকু খানকে দিয়ে বাড়ির আঙিনায় মাটি ভরাটের কাজ শুরু করা হয়। এ সময় তিনি, রিংকু এবং তার স্ত্রী রোজিনা নিরাপদ দূরত্বে দাঁড়িয়ে ছিলেন। তবে চালক সোহেল মাতুব্বর নির্ধারিত স্থানে মাটি ফেলতে ব্যর্থ হয়ে ব্যাক গিয়ারে ট্রাক চালালে রোজিনা চাপা পড়ে ঘটনাস্থলেই মারা যান।

এ ঘটনায় ট্রাক ড্রাইভার সোহেল মাতুব্বর (২৭), ট্রাকের মালিক হায়দার বেপারী (৩৫), কন্ট্রাক্টর রিংকু খান (৩০), শহিদ খান (৫৫) ও মোশাররফ শিকদার (৫৫)-সহ পাঁচজনকে আসামি করে সদরপুর থানায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। ঘটনার পরপরই আসামিরা গা ঢাকা দেয়, তবে সদরপুর থানা পুলিশ ট্রাকটি জব্দ করেছে।

ভাষাণচর ইউনিয়নের সাবেক ইউপি সদস্য সাহেব আলী এ ঘটনাকে দুঃখজনক উল্লেখ করে প্রশাসনের কাছে কঠোর পদক্ষেপ নেওয়ার আহ্বান জানিয়েছেন, যাতে ভবিষ্যতে এমন দুর্ঘটনা পুনরায় না ঘটে।

সদরপুর থানার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. মামুন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, মামলা প্রক্রিয়াধীন রয়েছে এবং আসামিদের গ্রেফতারে অভিযান চলছে। তদন্ত শেষে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow