অভিভাবক সাংবাদিক একেএম মকসুদ আহমেদের মৃত্যুতে থানচি প্রেসক্লাবের শোক

থানচি(বান্দরবান) প্রতিনিধি
Feb 21, 2025 - 18:46
 0  11
অভিভাবক সাংবাদিক একেএম মকসুদ আহমেদের মৃত্যুতে থানচি প্রেসক্লাবের শোক

পার্বত্য চট্টগ্রামের রাঙামাটি হতে প্রকাশিত সর্বপ্রথম সংবাদপত্র দৈনিক গিরিদর্পণ পত্রিকার সম্পাদক আলহাজ এ,কে,এম মকছুদ আহমেদের মৃত্যুতে বান্দরবানের থানচি উপজেলা প্রেস ক্লাবের নেতৃবৃন্দ গভীর সমাবেদনা ও শোক প্রকাশ করেছেন। 

বৃহস্পতিবার( ২০ ফেব্রুয়ারি) দিবাগত রাতে রাঙামাটি জেলারেল হাসপাতালে চিকিৎসাধীন অবস্থা পার্বত্য পথিকৃত সাংবাদিক পৃথিবীর মায়া ছেড়ে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮০ বছর।
তিনি স্ত্রী,দুই ছেলে,দুই মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী শুভানুধ্যায়ী রেখে গেছেন। মৃত্যুর বিষয়টি নিশ্চিত করে রাঙামাটির সিভিল সার্জন (সিএস) ডা.নূয়েন খীসা। দৈনিক গিরিদর্পণের বার্তা সম্পাদক ও সাংবাদিক নন্দন দেবনাথ বলেন, বৃহস্পতিবার রাত আনুমানিক ৯ টা  রাঙামাটি শহরের কন্ট্রাক্টর পাড়ার নিজ বাসায় তিনি স্ট্রোক করেছেন। হাসপাতালে নেওয়ার পর রাত ৯টা ৩৭ মিনিটের দিকে তিনি শেয নিঃশ্বাস ত্যাগ করেছেন। তাঁর মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সাংবাদিকরা একজন অভিভাবক হারালেন।
 উল্লেখ্য , প্রবীণ সাংবাদিক এ,কে,এম মকছুদ আহমেদ ৫৬ বছর ধরে সাংবাদিকতা পেশায় নিয়োজিত ছিলেন । তিনি ১৯৭৯ সালে প্রথম সাপ্তাহিক বনভূমি পত্রিকা প্রতিষ্ঠা করেছিলেন। ১৯৮৩ সালে দৈনিক গিরিদর্পণ প্রতিষ্ঠা করেন। ৪২ বছর ধরে তিনি পত্রিকাটির সম্পাদনা করেছিলেন। দৈনিক গিরিদর্পণের সম্পাদক ও প্রকাশকের দায়িত্ব ছাড়াও দৈনিক ইত্তেফাকের রাঙামাটি জেলা প্রতিনিধি ও রাঙামাটি প্রেসক্লাবের সাবেক সভাপতি ছিলেন এ,কে,এম মকছুদ আহমেদ।তার মৃত্যুতে পার্বত্য চট্টগ্রামের সকল প্রিন্ট,ইলেক্ট্রনিক্স,অনলাইন ভার্ষনের সংবাদ কর্মীদের এবং তিন পার্বত্য জেলার উপজেলা কর্মরত সাংবাদিকসহ বান্দরবানের থানচি উপজেলা প্রেসক্লাবের সকল সদস্যদের  মধ্যে প্রিয় অবিভাবককে হারিয়ে শোকের ছায়া নেমে এসেছে। শোকাহত পরিবারের প্রতি গভীর সমাবেদনা জানিয়েছেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow