অম্বিকা চরণ মজুমদারের মৃত্যুবার্ষিকীতে বিজ্ঞান মঞ্চের শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠিত
উপমহদেশের বিশিষ্ট শিক্ষানুরাগী, শিক্ষাবিদ, জ্ঞানতাপস, সংগঠক, রাজনীতিবীদ, সংস্কারক আইনজীবী, ফরিদপুর সরকারি রাজেন্দ্র কলেজের প্রতিষ্ঠাতা ও আধুনিক ফরিদপুর
পৌর নগর গড়ে তোলার প্রাণপুরুষ অম্বিকা চরণ মজুমদারের ১০৩ তম মৃত্যুবার্ষিকী স্মরণে বিজ্ঞান আন্দোলন মঞ্চের পক্ষ থেকে শ্রদ্ধানিবেদন করা হয় । আজ সকালে সরকারি রাজেন্দ্র কলেজের শহরের ক্যাম্পাসে উক্ত কর্মসূচি পালন করে সংগঠনটি।
এ সময় উপস্থিত ছিলেন বিজ্ঞান আন্দোলন মঞ্চ ফরিদপুর জেলার উপদেষ্টা, সহকারী অধ্যাপক লিয়াকত হোসেন হিমু,
সংগঠনের জেলা শাখার আহ্বায়ক সজল বাড়ৈ, সরকারি রাজেন্দ্র কলেজ শাখার সংগঠক কৌশিক অধিকারী, সদস্য মিফতি ইসলাম পান্নাসহ অন্যান্য সদস্যবৃন্দ।
পুষ্পমাল্য অর্পণ কালে নেতৃবৃন্দ বলেন, ফরিদপুরের শিক্ষা, রাজনীতি, সংস্কৃতিসহ সকল ক্ষেত্রে জ্ঞানতাপস অম্বিকা চরণ মজুমদারের যে অবদান তা অনস্বীকার্য।
আজকের সমাজে এই মহাপ্রাণ, নির্মোহ কর্মবীরের অভাব রয়েছে। আগামীদিনে তাঁকে শ্রদ্ধার সাথে, সম্মানের সাথে স্মরণ করা হবে তেমনটাই প্রত্যাশা করা হয়।
What's Your Reaction?