অর্থাভাবে থমকে গেছে মো. সাচ্চু মিয়ার চিকিৎসা, সাহায্যের হাত বাড়ানোর আহ্বান

ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলার সিঙ্গারবিল ইউনিয়নের খিরাতলা গ্রামের আকমত আলী বাড়ির মো. সাচ্চু মিয়া দীর্ঘদিন ধরে অর্থাভাবে চিকিৎসা হীনতায় ভুগছেন। পরিবারের একমাত্র উপার্জনক্ষম ব্যক্তি হিসেবে দিনমজুরির মাধ্যমে সংসার চালাতেন তিনি। কিন্তু বারবার স্ট্রোকে আক্রান্ত হয়ে বর্তমানে পুরোপুরি কর্মক্ষমতা হারিয়েছেন সাচ্চু মিয়া।
অপরদিকে, তার স্ত্রী ছয় মাস ধরে অসুস্থ অবস্থায় আছেন। সংসারে রয়েছে দুই ছেলে ও এক কন্যা সন্তান, যাদের লেখাপড়া ও ন্যূনতম জীবিকা নির্বাহ করতেও হিমশিম খাচ্ছেন তিনি। নিজস্ব অর্থ এবং পরিচিতজনদের সহযোগিতায় যতটুকু সম্ভব হয়েছে, চিকিৎসা চালিয়ে গেছেন। তবে এখন আর সম্ভব হচ্ছে না।
মো. সাচ্চু মিয়া বলেন, “আমি কখনো কল্পনাও করিনি—একদিন সমাজের কাছে হাত পাততে হবে। কিন্তু আজ জীবন বাঁচাতে আপনাদের সাহায্য প্রয়োজন। আমি ও আমার স্ত্রী দুজনেই অসুস্থ। আমাদের চিকিৎসার জন্য ঢাকায় নিয়ে যেতে হবে। চিকিৎসকরা বলেছেন, জরুরি ভিত্তিতে উন্নত চিকিৎসা না হলে আমাকে বাঁচানো সম্ভব হবে না।”
তিনি আরও জানান, উন্নত চিকিৎসার জন্য প্রয়োজন প্রায় তিন থেকে সাড়ে তিন লক্ষ টাকা। বর্তমানে এই অর্থ সংগ্রহ করা তার পক্ষে সম্পূর্ণ অসম্ভব।
দেশের ও প্রবাসের সহৃদয় ব্যক্তিদের কাছে সাচ্চু মিয়া ও তার পরিবার সাহায্যের আকুল আবেদন জানিয়েছেন। একটু সহানুভূতি, একটু সহায়তাই হয়তো ফিরিয়ে দিতে পারে একটি পরিবারের স্বাভাবিক জীবন।
What's Your Reaction?






