অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 8, 2024 - 18:46
 0  12
অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার সামগ্রী প্রদান

ফরিদপুরে ‌অসহায় ও দুঃস্থ মানুষের মধ্যে ‌পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে ঈদ উপহার সামগ্রী সমগ্র বিতরণ করা হয় ।ফরিদপুর পৌরসভার মেয়র অমিতাভ বোস এর সার্বিক সহযোগিতায় ‌সোমবার ‌সকালে ‌ফরিদপুর পৌরসভার ১০,১১,১২ নং ওয়ার্ডের সংরক্ষিত মহিলা কাউন্সিলর মাসুমা আক্তার ‌তার নিজ বাসভবনের সামনে ‌প্রায় ৪ শতাধিক অসহায় ও দুস্থ মানুষের মধ্যে ঈদ উপহার-সামগ্রী বিতরণ করেন। বিতরণকৃত ঈদ সামগ্রী মধ্যে ছিল শাড়ি ও চাউল।

এ সময় উপস্থিত ছিলেন ‌মাসুমা আক্তারের স্বামী ‌মোঃ রেজাউল করিম রমজান,স্থানীয় বাসিন্দা ইলিয়াস কাঞ্চন খোকন,এম এম পারভেজ, সাখাওয়াত করিম রাজু, ঝুমি ইসলাম, হালিমা বেগম,লিখন আহমেদ, সহ ‌স্থানীয় ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।
অনুষ্ঠানের পূর্বে দেশ ও জনগণের মঙ্গল কামনা এবং 
মুসলিম জাহানের শান্তি ও উম্মাহ ‌কামনা করে ‌মোনাজাত করা হয়। মোনাজাত পরিচালনা করেন হাজী শরীয়তুল্লাহ বাজারের পেশ ইমাম মাওলানা হাফেজুর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow