অসুস্থ কন্যার চিকিৎসায় সহযোগিতার আবেদন অসহায় পিতার

নিজের অসুস্থ মেয়ের চিকিৎসার জন্য সমাজের সর্বস্তরের মানুষের সহযোগিতা কামনা করেছেন মোহাম্মদ জাহিদ হাসান। তার নয় বছর বয়সী কন্যা জিনিয়া দীর্ঘ তিন বছর ধরে মস্তিষ্কে পানি জমে মারাত্মক শারীরিক জটিলতার মধ্যে দিন কাটাচ্ছে।
বৃহস্পতিবার রাতে সাংবাদিকদের কাছে জাহিদ হাসান জানান, অর্থাভাবে মেয়ের প্রয়োজনীয় চিকিৎসা করানো সম্ভব হচ্ছে না। তিনি বলেন, "মেয়েটার অপারেশন এখনই করানো জরুরি হয়ে পড়েছে। কিন্তু চিকিৎসার জন্য প্রায় পাঁচ লক্ষ টাকা প্রয়োজন, যা আমার পক্ষে জোগাড় করা সম্ভব নয়।"
জাহিদ হাসান পেশায় একজন ইজি বাইক চালক। তার বাড়ি মেহেরপুর জেলার ৯ নম্বর ওয়ার্ডের গোরস্থানপাড়ায়। বর্তমানে তিনি ফরিদপুরের হাজী শরীয়তুল্লাহ বাজারে নুর ভাণ্ডারের সামনে অবস্থান করছেন।
আগামী ১৫ তারিখের মধ্যে চিকিৎসা শুরু করতে চান তিনি। তাই মেয়ের সুস্থতার জন্য মানবিক সহায়তা চেয়ে সমাজের বিত্তবানদের প্রতি আহ্বান জানিয়েছেন। সাহায্য পাঠানোর জন্য তার বিকাশ নম্বর: ০১৭৭৫০৭৯৭৫৪।
What's Your Reaction?






