অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

কবির হোসেন, আলফাডাঙ্গা প্রতিনিধি, ফরিদপুর
Mar 25, 2025 - 14:38
 0  29
অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্য আটক

দেশীয় অস্ত্রসহ কিশোর গ্যাংয়ের দুই সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। সোমবার (২৪ মার্চ) সকালে এক শিক্ষাপ্রতিষ্ঠানের সামনে থেকে তাদের আটক করা হয়।

পুলিশ জানায়, আটক দুই কিশোর দেশীয় অস্ত্র নিয়ে মহড়া দিচ্ছিল এবং ভীতিকর পরিবেশ সৃষ্টি করেছিল। খবর পেয়ে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে একটি ছোরা, একটি রাউন্ড ছোরা (চক্র ছোরা) ও একটি চেইনের চাবুক উদ্ধার করা হয়।

তবে আটককৃতরা দাবি করেছে, এক অপরিচিত কিশোর তাদের কাছে একটি কালো ব্যাগ রেখে চলে যায়, ব্যাগের ভেতরে কী ছিল তারা জানে না।

ঘটনার সত্যতা নিশ্চিত করে থানার এক কর্মকর্তা জানান, গ্রেপ্তারদের জিজ্ঞাসাবাদ চলছে এবং আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow