আঁধারেআলফাডাঙ্গায় রাতের আঁধারে পোস্টার টাঙিয়ে ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে অপপ্রচার
ফরিদপুরের আলফাডাঙ্গায় রাতের আঁধারে পোস্টার টাঙিয়ে এক ইউপি চেয়ারম্যানের বিরুদ্ধে মিথ্যা অপপ্রচারের অভিযোগ উঠেছে। সোমবার (৬ জানুয়ারী) দুপুরে ভুক্তভোগী উপজেলার ৫নং বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদ বিষয়টি নিশ্চিত করেছেন।
খোঁজ নিয়ে জানা যায়, গত কয়েকদিন আগে রাতের আঁধারে বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদের ছবি ব্যবহার করে ইংরেজি নববর্ষের শুভেচ্ছা সম্বলিত পোস্টার তৈরি করে কে বা কাহারা ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙিয়ে দেয়। ইউপি চেয়ারম্যানের নাম শরীফ হারুন-অর রশীদ এর স্থলে 'মোঃ হারুনার রশিদ শোরিব' ব্যবহার করা হয়েছে। শরীফ হারুন-অর রশীদ বানা ইউনিয়ন কৃষক লীগের সাবেক সভাপতি। কিন্তু পোস্টারে তাকে বানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি উল্লেখ করা হয়েছে।
পোস্টারে বানা ইউনিয়ন আওয়ামী লীগের ৮নং ওয়ার্ডের সভাপতি বাদশা মিয়ার নাম প্রচারে উল্লেখ করা হয়েছে। এবিষয়ে বাদশা মিয়ার সঙ্গে কথা হলে তিনি জানান, এই বিষয়ে তিনি কিছুই জানেন না। কে বা কারা চেয়ারম্যানের সঙ্গে শত্রুতা তৈরী করার জন্য তার নাম ব্যবহার করেছেন।
জানতে চাইলে বানা ইউপি চেয়ারম্যান শরীফ হারুন-অর রশীদ বলেন, কে বা কারা আমার ছবি সম্বলিত পোস্টার তৈরী করে ইউনিয়নের বিভিন্ন স্থানে টাঙিয়ে দিয়েছে। আমি এর কিছুই জানি না। পোস্টারে আমার নামটাও ভুল লিখেছে। আমি একটা সময় বানা ইউনিয়ন কৃষক লীগের সভাপতি ছিলাম। পরবর্তীতে ২০১৭ সালে প্রথম স্বতন্ত্র নির্বাচন করার কারণে দল আমাকে বহিষ্কার করে। সেই থেকে আওয়ামী লীগ কিংবা অঙ্গসংগঠনের কোন পদ-পদবীতে ছিলাম না। সামাজিকভাবে আমার ভাবমূর্তি ক্ষুণ্ন করার জন্য রাতের আঁধারে পোস্টার টাঙিয়ে মিথ্যাচার করা হয়েছে। আমি এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।
আলফাডাঙ্গা থানা অফিসার ইনচার্জ হারুন-অর রশীদ জানান, এবিষয়ে কিছুই জানি না। লিখিত অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষে পরবর্তী ব্যবস্থা গ্রহণ করা হবে।
What's Your Reaction?