আওয়ামী লীগ নিষিদ্ধের দাবিতে ব্রাহ্মণবাড়িয়ায় এনসিপির বিক্ষোভ

ব্রাহ্মণবাড়িয়ায় আওয়ামী লীগের বিচার ও নিষেধাজ্ঞার দাবিতে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখা।
শনিবার বিকেলে শহরের জাতীয় বীর আবদুল কুদ্দুস মাখন পৌর মুক্তমঞ্চ থেকে একটি বিক্ষোভ মিছিল বের হয়ে প্রেসক্লাবের সামনে গিয়ে শেষ হয়। পরে সেখানে প্রতিবাদ সমাবেশ অনুষ্ঠিত হয়।
সমাবেশে সভাপতিত্ব করেন সদর উপজেলার সুহিলপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান আজিজুর রহমান লিটন। বক্তব্য দেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক আশরাফ উদ্দিন মাহদি, যুগ্ম মুখ্য সংগঠক মো. আতাউল্লাহ, সংগঠক আব্দুল্লাহ আল মাহমুদ জিহানসহ অন্যান্য নেতৃবৃন্দ। এছাড়া উপস্থিত ছিলেন জেলা নাগরিক প্রতিনিধি সাহিল আহমেদ, আক্কাস মীর লিংকন চৌধুরী প্রমুখ।
বক্তারা অভিযোগ করেন, আওয়ামী লীগ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার সরকার গণতন্ত্র ও সুশাসনের পথে বাধা সৃষ্টি করছে। তারা দাবি করেন, বিচারিক প্রক্রিয়া শেষ না হওয়া পর্যন্ত আওয়ামী লীগকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া উচিত নয়। পাশাপাশি, দলটির স্থায়ী নিষেধাজ্ঞারও আহ্বান জানান তারা।
What's Your Reaction?






