আওয়ামী লীগের টাকার লোভে না পড়ার হুশিয়ারি শামা ওবায়েদের

বিএনপির কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শামা ওবায়েদ ইসলাম রিংকু দলীয় নেতাকর্মীদের উদ্দেশে হুশিয়ারি উচ্চারণ করে বলেছেন, আওয়ামী লীগের টেন্ডারবাজি-চাঁদাবাজি থেকে কামানো টাকার লোভে না পড়তে। শুক্রবার (৪ এপ্রিল) সন্ধ্যায় ফরিদপুরের সালথা উপজেলার গট্টি ইউনিয়নের মেম্বার গট্টি মোড়ে স্থানীয় বিএনপি আয়োজিত এক উঠান বৈঠকে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।
তিনি বলেন, “গত ১৭ বছর ধরে আওয়ামী লীগ শুধু টিআর-জিআরের টাকা খেয়েছে। সাধারণ মানুষের কোনো উন্নয়ন তারা করেনি। ছাত্রলীগ-যুবলীগ লুটপাট, টেন্ডারবাজি আর চাঁদাবাজিতে কোটি কোটি টাকা কামিয়েছে। সেই টাকার লোভে বিএনপি নেতাদের পড়া যাবে না। যদি আমরা শহীদ জিয়াউর রহমান, খালেদা জিয়া এবং তারেক রহমানের আদর্শে চলি, তাহলে কোনো লোভে পা দেওয়া উচিত নয়।”
শামা ওবায়েদ আরও বলেন, “আওয়ামী লীগ ছাড়াও বিএনপির যেসব নেতা গত ১৫ বছর আমাদের সঙ্গে ছিলেন না, লোভে পড়ে দলে ফিরে আসতে চায়, তাদের দলে জায়গা দেওয়া যাবে না। কেউ যদি দলে ফিরতে চায়, তাহলে তাকে পরীক্ষার মাধ্যমে প্রমাণ দিতে হবে—সে আদর্শে স্থির আছে।”
প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ইঙ্গিত করে তিনি বলেন, “তিনি দেশ থেকে পালিয়ে গেলেও তার দোসররা এখনও ষড়যন্ত্রে লিপ্ত। আমাদের আন্দোলনকে নষ্ট করতে তারা নানা ছলচাতুরী করছে। তাই আমাদের সবাইকে সজাগ থাকতে হবে।”
উঠান বৈঠকে আরও উপস্থিত ছিলেন সালথা উপজেলা বিএনপির সভাপতি মো. সিদ্দিকুর রহমান তালুকদার, শিক্ষক নেতা জাহিদ হোসেন, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক খন্দকার খায়রুল বাসার আজাদ, অ্যাডভোকেট জাহিদ হোসেন লাবলু, উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান আসাদ মাতুব্বর, জেলা যুবদল নেতা তৈয়াবুর রহমান মাসুদ, স্থানীয় বিএনপি নেতা এনায়েত হোসেন, রফিক মোল্যা, জাহিদ মাতুব্বর, যুবদল নেতা মামুন চৌধুরী, মাহফুজ খান ও ছাত্রদল নেতা সাইফুল আলম রাজ প্রমুখ।
What's Your Reaction?






