আওয়ামীলীগ নেতার পরিবারের বিরুদ্ধে স্কুলের জমি দখলের অভিযোগ
ব্রাহ্মণবাড়িয়ার বিজয়নগর উপজেলায় এক প্রাথমিক বিদ্যালয়ের মাঠ দখল করার অভিযোগ উঠেছে ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতির পরিবারের বিরুদ্ধে।
মাঠ দখলের অভিযোগ তুলে উপজেলা নির্বাহী অফিসার বরাবর গত ৯ ডিসেম্বর খোদেহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক মোছাঃ আসমা খাতুন লিখিত অভিযোগ করেন।
অভিযুক্ত আওয়ামী লীগ নেতা উপজেলার চম্পকনগর ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মোঃ ইউস আলী নুরধন ভূইয়া। অভিযোগে তাহার ছেলে উপজেলা স্বেচ্ছাসেবক লীগের নেতা মোঃ সাদেকুর ইসলাম ভূইয়া, মোঃ সাইফুল ইসলাম।
অভিযোগ সূত্রে জানান যায়, খোদেহাড়িয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ সহ ৩৩ শতাংশ জায়গা রয়েছে। উক্ত জায়গায় নামজারি ও খাজনা পরিশোধ করা আছে। অভিযোগের আগে সাপ্তাহিক বন্ধের দিন বিদ্যালয়ের মাঠ দখল করে টিনের বেড়া দিয়ে মাঠ দখল করে নিজেদের নিয়ন্ত্রণে জায়গা নেওয়া চেষ্টা করে যাচ্ছে।
বিজয়নগর উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম জানান, বিদ্যালয়ের মাঠে টিনের বেড়া দেওয়ার খবর পেয়ে স্থানীয় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান কে বিষয়ে সমাধানের লক্ষ্যে সরেজমিনে দেখে ব্যবস্থা নিতে বলা হয়েছে। দেখি উনি আমাকে পরবর্তীতে অবহিত করে।তার পরে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?