আক্কেলপুর পৌর সভার নয়টি ওর্য়াডে বিএনপির'পকেট কমিটি' গঠনের চেষ্টার অভিযোগ 

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি
Oct 16, 2024 - 22:26
 0  28
আক্কেলপুর পৌর সভার নয়টি ওর্য়াডে বিএনপির'পকেট কমিটি' গঠনের চেষ্টার অভিযোগ 
জয়পুরহাটের আক্কেলপুর পৌর বিএনপির নয়টি ওর্য়াডে 'পকেট কমিটি' গঠনের চেষ্টা চলছে বলে অভিযোগ করেছেন পৌর বিএনপির একটি পক্ষ। তারা দলের গঠনতন্ত্র অনুযায়ী ওর্য়াড কমিটি গঠনের দাবি জানান। অন্যথায় দলীয় শৃঙ্খলা ভেঙে যেতে পারে বলে আশঙ্কা করছেন তারা। 
বুধবার রাত সাতটার দিকে আক্কেলপুর প্রেসক্লাবে সংবাদ সম্মেলন করে এ দাবি ও আশঙ্কার কথা জানানো হয়। আক্কেলপুর পৌর বিএনপির ব্যানারে আক্কেলপুর প্রেসক্লাব ভবনে ওই সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। 
এতে পৌর বিএনপির আহ্বায়ক কমিটির সদস্য মামুনুর রহমান লিখিত বক্তব্য পাঠ করেন। এসময় উপজেলা বিএনপির আহবায়ক কমিটির সদস্য এম কেরামত আলী, পৌর বিএনপির আহবায়ক কমিটির সদস্য আব্দুল ওয়াহেদ প্রামানিক, উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সহসম্পাদক জাকির হোসেন, পৌর ছাত্রদলের সদস্য সচিব নাসিফ নেওয়াজ রমিমসহ উপজেলা ও পৌর বিএনপির একটি পক্ষের দলীয় নেতা-কর্মীরা সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন। এর আগে সারে ছয়টার দিকে একই দাবিতে পৌরসদরের কলেজবাজার এলাকা থেকে তারা একটি বিক্ষোভ মিছিল বের করে আক্কেলপুর প্রেসক্লাব ভবনে এসে শেষ করেন।
সংবাদ সম্মেলনে মামুনুর রহমান বলেন, ২০২১ সালে আক্কেলপুর পৌর বিএনপির আহ্বায়ক কমিটি গঠন করা হয়। এই কমিটির আহ্বায়ক পৌরসভার সাবেক মেয়র আলমগীর চৌধুরী বাদশা ও যুগ্ম আহ্বায়ক অপসারিত পৌর কাউন্সিলর আফাজ উদ্দিন। পৌর বিএনপির আহ্বায়ক কমিটি হঠাৎ করেই পৌরসভার  নয়টি ওর্য়াডে পকেট কমিটি গঠনের প্রক্রিয়া শুরু করেছে। তিনটি ওর্য়াড একত্রিত করে একটি ওর্য়াডে গিয়ে কমিটি করার ঘোষনা দিয়েছে। এতে একটি পক্ষের পছন্দের লোকজনেরা কমিটিতে স্থান পাবেন। কোন ওর্য়াডেই  ভোটার তালিকা প্রস্তুত করা হয়নি। নিজদের পছন্দের লোকজনদের নিয়ে পকেট কমিটি করতে তাদের মনগড়াভাবে নিয়মে ওর্য়াড কমিটি করার প্রস্তুতি নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার থেকে এই পকেট কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে।
 মামুনুর রহমান আরও বলেন, আমরা কোনভাবেই পকেট কমিটি মেনে নিব না। দলের গঠনতন্ত্র অনুযায়ী কমিটি গঠন করতে হবে।  প্রতিটি  ওর্যাডে সম্মেলনের মাধ্যমে কমিটি গঠন করতে হবে।  তিন দিন আগে সেই ওর্য়াডে মাইকিং করে সম্মেলনের স্থান ও তারিখ জানাতে হবে। অন্যথায় দলে বিশৃঙ্খলা সৃষ্টি হবে তার দায়িত্ব আহ্বায়ক কমিটিকে নিতে হবে।
আক্কেলপুর পৌর বিএনপির যুগ্ম আহ্বায়ক আফাজ উদ্দিন বলেন, আক্কেলপুর পৌরসভার নয়টি ওর্য়াডে বিএনপির কমিটি গঠনের উদ্যোগ নেওয়া হয়েছে। আগামীকাল বৃহস্পতিবার  পৌরসভার ১-২ ও ৩ নম্বর ওর্য়াডের কমিটি রাজকান্দা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে গঠন করা হবে। দলীয় নিয়ম মেনেই কমিটিগুলো করা হবে। পছন্দের ও পকেট কমিটি গঠনের চেষ্টার অভিযোগ ভিত্তিহীন বলে তিনি দাবি করেন।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow