আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি
Feb 6, 2025 - 17:02
 0  3
আক্কেলপুরে বাসের চাকায় পিষ্ট হয়ে যাত্রীর মৃত্যু

জয়পুরহাটের আক্কেলপুর-বগুড়া সড়কের উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে প্রাণ হারিয়েছেন এক ভ্যানের যাত্রী। ঘটনার পর থেকেই আক্কেলপুর বগুড়া সড়কে চলাচলকারী যাত্রীবাহী বাস চলাচল বন্ধ রয়েছে।

বৃহস্পতিবার (৬ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৯টার দিকে আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুলের সামনে যাত্রীবাহী বাসের চাকায় পিষ্ট হয়ে মারা যায় ভ্যানযাত্রী আসলাম হোসেন সরদার।   

নিহত আসলাম হোসেন সরদার (৫৩) আক্কেলপুর পৌর সদরের শান্তা গ্রামের মৃত কফিল সরদারের ছেলে। আসলাম কৃষি কাজ করতেন।

পুলিশ ও স্থানীয়রা জানান, বৃহস্পতিবার সকাল ৯ টার দিকে আসলাম নিজ বাড়ি শান্তা গ্রাম থেকে ভ্যান যোগে বাজারে যাচ্ছিলেন। পথে আক্কেলপুর-বগুড়া সড়কের আক্কেলপুর উপজেলা পরিষদ কেজি স্কুল গেটের সামনে সকাল সাড়ে ৯ টার দিকে বগুড়াগামী বাসের সঙ্গে ভ্যানের ধাক্কা লাগে। এ সময় আসলাম হোসেন সরদার ছিটকে বাসের নিচে গিয়ে প্রথমে হাতের উপর দিয়ে চাকা যায়। এরপর বাসটি না থামিয়ে আবারও সামনের দিকে গতি বাড়ালে পিষ্ট হয়ে ঘটনাস্থলেই মারা যায়। এই ঘটনার পর থেকে আক্কেলপুর-বগুড়া সড়কে বাস চলাচল বন্ধ রয়েছে।

আক্কেলপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) আনিছুর রহমান জানান, ঘটনার পরই ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে। পুলিশ পৌছার আগেই নিহতের পরিবার তার লাশ নিজ বাড়িতে নিয়ে গেছে। এ ঘটনায় এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। অভিযোগ পেলেই ব্যবস্থা নেয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow