আক্কেলপুরে সাবেক ছাত্রনেতা আব্বাস আলীর গনসংযোগ
আগামী জাতীয় সংসদ নির্বাচনে জয়পুরহাট-২(কালাই ক্ষেতলাল ও আক্কেলপুর) আসনে বিএনপির মনোনয়ন প্রত্যাশী হিসেবে জয়পুরহাটের আক্কেলপুরে জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা,উত্তরাঞ্চল জাতীয়তাবাদী ফোরামের সাংগঠনিক সম্পাদক মো: আব্বাস আলী নেতাকর্মীদের সাথে নিয়ে গণসংযোগ করেছেন।
বুধবার বিকেল ৪ টার সময় উপজেলার রায়কালী বাজারে আগাম গণসংযোগ ও প্রচারণায় করেন। প্রচার প্রচারণায় অংশ নিয়েছেন বিএনপি ও সহযোগী অঙ্গসংগঠনের নেতাকর্মীরা।
জাতীয়তাবাদী ছাত্রদলের কেন্দ্রীয় কমিটির সাবেক সদস্য ও ঢাকা বিশ^বিদ্যালয়ের সাবেক ছাত্রদল নেতা মো: আব্বাস আলী বলেন,বিএনপি জনগণের দল, বিএনপি গণতন্ত্রের কথা বলে, বিএনপির জনগণের ভোটের অধিকার নিয়ে দীর্ঘদিন ধরে কাজ করছে তাই যেহেতু দেশের ২৪ এর ছাত্রজনতা এবং বিএনপি ঐক্যবদ্ধভাবে স্বাধীনতা লাভ করেছে সেইজন্য আগামী বিএনপির পক্ষে তারেক রহমান যে ৩১ দফা দিয়েছে তা বাস্তবায়নে জনগণকে সার্বিক সহযোগিতা কামনা করেই আগামীর বাংলাদেশ গঠন করতে চায়।
গণ সংযোগে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের সাবেক ছাত্রনেতা, জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক কেন্দ্রীয় কমিটির সদস্য মাসুদূর রহমান মাসুদ বলেন আগামীর বাংলাদেশ হবে জনগণের, আগামীর বাংলাদেশ হবে গণতন্ত্রের, আগামীর বাংলাদেশ হবে আমার ভোট আমি দিবো যাকে খুশি তাকে দিবো ইনশাআল্লাহ। আমরা তারেক রহমানের দিক নির্দেশনা নিয়ে এই অঞ্চলের খেটে খাওয়া মানুষের জন্য কাজ করছি আগামীতেও কাজ করে যাবো ইনশাআল্লাহ
গণসংযোগে অংশগ্রহন করেন,জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের সাবেক সদস্য, মাসুদূর রহমান মাসুদ, রাজশাহী মহানগর বিএনপির সাবেক প্রচার সম্পাদক হাবিবুর রহমান হাবিল,কালাই ডিগ্রী কলেজের সাবেক অধ্যাপক, আক্কেলপুর জাতীয়তাবাদী সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক শাহিন হোসেন, ক্ষেতলাল উপজেলা বিএনপির সাবেক সিনিয়র সহ-সভাপতি ফখরুজ্জামান চৌধুরী রুমি, রায়কালী ইউনিয়ন বিএনপির সিনিয়র সহ-সভাপতি আবু মোতালেব, ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক নজরুল ইসলাম,রায়কালী বিএনপি নেতা ফেরদৌস আলী,ফেরদৌস জোয়ারদার,ফজলুর রহমান,বাইজিদ মাহমুদ, আব্দুস সামাদ, নুরুল ইসলাম নয়ন,সহ বিএনপি,যুবদল, সেচ্ছাসেবক দল, ছাত্রদল, শ্রমিক দল, সাধারণ জনগণসহ নেতা কর্মীরা।
What's Your Reaction?