আক্কেলপুরে সৈনিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

আক্কেলপুর(জয়পুরহাট)প্রতিনিধি
Jan 1, 2025 - 15:47
 0  23
আক্কেলপুরে সৈনিক কল্যাণ সংস্থার প্রতিষ্ঠা বার্ষিকী পালন 

সকলের তরে সকলেই আমরা প্রত্যেকে আমরা দেশের তরে এই শ্লোগানকে সামনে রেখে জয়পুরহাটের আক্কেলপুরে সশস্ত্র বাহিনীর অবসরপ্রাপ্ত সৈনিকদের সংগঠন, সৈনিক কল্যাণ সংস্থার প্রতিষ্টা বার্ষিকী আলোচনা সভার মাধ্যমে পালন করা হয়েছে। 

আজ বুধবার দুপুরে আক্কেলপুর বালিকা উচ্চ বিদ্যালয়ের অডিটোরিয়ামে সৈনিক কল্যাণ সংস্থার সভাপতি অব:প্রাপ্ত সার্জেন্ট মো: আব্দুর রাজ্জাকের সভাপতিত্বে আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফেলো ওয়ার্ল্ড অর্গানাইজেশনের সদস্য মো: ওসমান গনি সরদার। 
তিনি বলেন, আপনারা চাকরী থেকে অবসর নিয়েছেন, জীবন থেকে নয়,সামনের দিকে এগিয়ে যেতে হলে আগে ভাল মানুষ হতে হবে। পথে অনেক বাধা আসবে,ধৈর্যের সাথে এগিয়ে যেতে হবে। ঙ্গান অর্জনের জন্য বই পড়তে হবে। এবং সমাজের জন্য ভাল কাজ করতে হবে। 
আলোচনা সভায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন, আক্কেলপুর পৌরসভার সাবেক মেয়র, বিএনপি নেতা, আলহাজ্ব আলমগীর চৌধুরী বাদশা, উপজেলা বিএনপির সভাপতি কামরুজ্জামান কমল,সৈনিক কল্যাণ সংস্থার সাধারণ সম্পাদক অব:প্রাপ্ত সার্জেন্ট ইমরুল কায়েস। আলোচনা সভা শেষে বিশেষ অতিথি আলহাজ্ব আলমগীর চৌধুরী বাদশা অবসরপ্রাপ্ত সৈনিকদের মাঝে কলম বিতরণ করেন।  
এ সময় আক্কেলপুর উপজেলার ৭০ জন অবসরপ্রাপ্ত সৈনিকরা প্রতিষ্ঠা বার্ষিকীতে উপস্থিত ছিলেন।  

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow