জয়পুরহাটের আক্কেলপুরে নিয়ন্ত্রণ হারিয়ে ধান বোঝাই একটি ট্রাক্টর উল্টে পুকুরে পড়ে চালক নিহত হয়েছে। ঘটনাটি ঘটেছে শনিবার দুপুর ১২ টার দিকে আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড়ে।
নিহত ট্রাক্টর চালক সামছুল ইসলাম (৩৮) বগুড়ার আদমদিঘী উপজেলার পূর্ব ঢাকা রোড সিংড়াপাড়া গ্রামের জবিবর রহমানের ছেলে বলে জানা গেছে। নিহতে বিষয়টি নিশ্চিত করেছেন উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ডা. আসিফ আদনান।
প্রত্যক্ষদর্শী ও স্থানীয় সূত্রে জানা গেছে, নিহত চালক সামছুল জেলার ক্ষেতলাল বাজার থেকে ট্রাক্টরে ধান বোঝায় করে বগুড়ার সান্তাহারে যাওয়ার পথে উপজেলার সোনামুখী ইউনিয়নের আক্কেলপুর-সান্তাহার সড়কের কাঁঠালবাড়ি কবিরের মোড় এলাকায় পৌঁছালে বিপরীত দিক থেকে আসা একটি ট্রাককে সাইড দিতে গিয়ে সড়কের পাশে ট্রাক্টরের চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে চালকসহ উল্টে যায়। এ সময় স্থানীয়রা তাঁকে ঘটনাস্থল থেকে উদ্ধার করে আক্কেলপুর হাসপাতালে নিয়ে আসে। পরে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
প্রত্যক্ষদর্শী অটোরিকশা চালক এনামুল হক বলেন, আমি নওগাঁ থেকে যাত্রি নিয়ে আক্কেলপুর আসার পথে আমার সামনে ঘটনাটি ঘটেছে। যাত্রী ও স্থানীয়দের সহায়তায় চালককে পুকুর থেকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে আসি। হাসপাতালে আসলে চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন।
আক্কেলপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মইনুল ইসলাম বলেন, সড়কের পাশে চাকা ভেঙে নিয়ন্ত্রণ হারিয়ে পুকুরে ট্রাক্টর উল্টে চালকের মৃত্যু হয়েছে। এঘটনায় এখনো কেউ অভিযোগ দেননি।