আখাউড়া থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

মাহমুদুল হাসান,স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Sep 12, 2024 - 20:42
 0  8
আখাউড়া থেকে সাবেক এমপি ফজলে করিম চৌধুরী আটক

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া থেকে চট্টগ্রাম-৬ (রাউজান) আসনের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

বৃহস্পতিবার ১২ সেপ্টেম্বর বিজিবি সদর দপ্তরের জনসংযোগ কর্মকর্তা মোঃ শরীফুল ইসলাম আটকের তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্ত দিয়ে অবৈধভাবে ভারতে যাওয়ার সময় চট্টগ্রাম রাউজানের সাবেক এমপি ফজলে করিম চৌধুরীকে আটক করেছে বিজিবি।

বিজিবির জনসংযোগ কর্মকর্তা আরও জানান, সাবেক সংসদ সদস্য ফজলে করিম চৌধুরীসহ তিনজনকে আটক করা হয়েছে।

আটককৃত ব্যক্তিরা হলেন- আখাউড়ার নূরপুর এলাকার সাবেক ইউপি সদস্য মোঃ হান্নান মোল্লা এবং আখাউড়ার স্থানীয় বাসিন্দা ও মানবপাচারকারী চক্রের সদস্য মোঃ নাঈম চৌধুরী।

আটক ব্যক্তিদের আখাউড়া থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।

জানা গেছে, শেখ হাসিনা সরকার পতনের পর থেকে সংসদ সদস্য ফজলে করিম চৌধুরী এতদিন তিনি আত্মগোপনে ছিলেন। ইতোমধ্যে তার বিরুদ্ধে চট্টগ্রাম ও রাউজানে একাধিক মামলা দায়ের করা হয়েছে।


 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow