আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি

মাহমুদুল হাসান, স্টাফ রিপোর্টার,ব্রাহ্মণবাড়িয়া
Sep 6, 2024 - 18:56
 0  10
আখাউড়ায় অজ্ঞান পার্টির খপ্পরে এক ব্যক্তি হাসপাতালে ভর্তি

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় অজ্ঞান পার্টির কবলে পড়ে অচেতন অবস্থায় উদ্ধার করা মোঃ কামাল নামে এক ব্যক্তিকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।

 বৃহস্পতিবার রাত ৯ টায় স্থানীয়রা আখাউড়া রেলওয়ে জংশন এলাকা থেকে কামালকে উদ্ধার করে আখাউড়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করে। 

কামাল কিশোরগঞ্জ জেলার অষ্টগ্রাম উপজেলার আবদুল্লাহপুর গ্রামের আলী আকবরের ছেলে বলে জানা গেছে।

উদ্ধার কাজে জড়িত মোঃ পারভেজ খান নামে এক যুবক জানান, অজ্ঞান হওয়া ব্যক্তি নিজের নাম বলতে না পারলেও তার বাড়ি আবদুল্লাহপুর বলে জানায়। পরে ওই ব্যক্তির কাছে থাকা একটি কাগজ থেকে নম্বর নিয়ে ফোন করা হলে অপর প্রান্ত থেকে তার বোন ফোন রিসিভ করেন। ভিডিও কলে দেখে তার পরিচয় নিশ্চিত করা হয়। এরপরই হাসপাতালে নিয়ে আসা হয়। 



What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow