আখাউড়ায় গুলিসহ তিন যুবক গ্রেপ্তার

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় ২৮ রাউন্ড গুলিসহ তিন যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ। রবিবার (২৭ এপ্রিল) বিকেলে পৌর এলাকার মসজিদপাড়া থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলেন—মো. জামাল মিয়া (৩২), মো. ফরিদ মিয়া (৩৪) এবং মো. তোফাজ্জল হোসেন (৪০)। এদের মধ্যে ফরিদ মিয়ার বাড়ি ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার মসজিদপাড়ায় এবং তোফাজ্জল হোসেন ও জামাল মিয়ার বাড়ি কুমিল্লা সদর উপজেলায়।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ ছমিউদ্দিন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গোপন সংবাদের ভিত্তিতে রবিবার আসরের নামাজের পর মসজিদপাড়ার ফায়ার সার্ভিস এলাকার সামনে অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। এ সময় তাদের সঙ্গে থাকা একটি ব্যাগ তল্লাশি করে চাইনিজ রাইফেলের ২৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়।
পুলিশের প্রাথমিক ধারণা, প্রতিপক্ষকে ফাঁসানোর উদ্দেশ্যে এই গুলি কুমিল্লা থেকে আনা হয়েছিল। আটক তিনজনকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে বলে জানান ওসি ছমিউদ্দিন।
What's Your Reaction?






