আখাউড়ায় ছাত্র দলের উদ্যোগে ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের গৌরব ঐতিহ্য আত্মত্যাগ ও অগ্রযাত্রায় ৪৬ তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন উপলক্ষে বর্ণাঢ্য র্যালি পালন করেছে আখাউড়া উপজেলা, পৌর ও কলেজ শাখা ছাত্রদল।
২ জানুয়ারি বৃহস্পতিবার বিকেলে আখাউড়া পৌর ছাত্রদলের নেতৃত্বে বর্ণাঢ্য র্যালিটি শহরের বিভিন্ন সড়ক ঘুরে আখাউড়া পৌর মুক্ত মঞ্চে এসে সংক্ষিপ্ত সভা করে শেষ হয়।
এসময় সংক্ষিপ্ত সভায় বক্তব্য রাখেন আখাউড়া পৌর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহবায় জনাব আশরাফুল সরকার। তিনি বলেন ২০২৪ এর ৫ আগস্ট, দীর্ঘ পনের বছরের অগণতান্ত্রিক ও ফ্যাসিবাদী শাসন ব্যবস্থার যবনিকাপাতের মাধ্যমে ছাত্র জনতার বিপ্লব, যেমন বাংলাদেশ উপহার দিল তা নিঃসন্দেহে আগেকার চেয়ে অনেকটাই ভিন্ন ধরনের। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের দূরদর্শী চিন্তা ও রাষ্ট্র দর্শনের উপর ভিত্তি করেই ছাত্রদলের অগ্রযাত্রা সূচিত হয়েছে।
আরও বক্তব্য রাখেন পৌর ছাত্রদলের সদ্য সাবেক যুগ্ম আহ্বায়ক জনাব আবির হোসেন টিপু ও আতিক হাসান পলাশ। তারা বলেন, স্বাধীন বাংলাদেশের অগ্রযাত্রায় শেখ মুজিবের দানবীয় শাসনতন্ত্রের অবসান হলে নতুন রাষ্ট্র গঠন ও স্বাধীনতা- সার্বভৌমত্ব রক্ষায় জিয়াউর রহমানের আবির্ভাব ছিল বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে যুগান্তকারী ঘটনা। শেখ মুজিবের বাকশালী বন্দোবস্তের বিপরীতে তিনি বাংলাদেশের গণতন্ত্রকে রক্ষা করে, সকল মত ও পথকে সমুন্নত করে এক শক্তিশালী ভিত্তি প্রদান করেন।
এসময় উপস্থিত ছিলেন আখাউড়া উপজেলা পৌর ও কলেজ শাখা ছাত্রদলের বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।
What's Your Reaction?