আখাউড়ায় ধান সংগ্রহ অভিযান উদ্বোধন
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় প্রকৃত কৃষকের কাছে সরকার নির্ধারিত মূল্যে ধান সংগ্রহ অভিযান শুরু হয়েছে।
মঙ্গলবার দুপুর সোয়া ১২ টার দিকে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) গাজালা পারভীন রুহি, আমন ধান সংগ্রহ অভিযানের উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার তানিয়া তাবাসসুম, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক তাছলিমা বেগম, খাদ্য গুদামের ভারপ্রাপ্ত কর্মকর্তা মুহাম্মদ সাজেদুর রহমান প্রমুখ।
উদ্বোধনী অনুষ্ঠানে পাঁচটি বস্তায় করে ধান নিয়ে আসেন পৌর এলাকার দেবগ্রামের কৃষক আবদুল আউয়াল। তিনি জানান, একজনের জন্য নির্ধারিত সর্বোচ্চ ৩ টনের যে লক্ষ্যমাত্রা, সে অনুযায়ি পুরোটাই দিবেন তিনি। আর সহজ উপায়ে সরকারের কাছে ধান দিতে পেরে তিনি খুশি।
দুপুরে তার কাছ থেকে ধান নেওয়ার মধ্য দিয়েই আখাউড়াতে শুরু হয় আমন সংগ্রহ অভিযান। খাদ্য গুদাম এলাকায় পাঁচটি বস্তায় করে ধান নিয়ে আসেন তিনি। পর্যায়ক্রমে বাকি ধান দিবেন।
খাদ্য গুদাম সূত্র জানায়, ১৭ নভেম্বর থেকে এ অভিযান শুরুর দিন নির্ধারণ করা হয়। চলবে ২৮ ফেব্রয়ারী পর্যন্ত। কার্ডধারি কৃষকরা ১২০ কেজি থেকে শুরু করে সর্বোচ্চ তিন টন ধান দিতে পারবেন। প্রতি কেজি ধানের দাম নির্ধারণ করা হয়েছে ৩৩ টাকা। ধান সংগ্রহের লক্ষ্যমাত্রা নির্ধারণ করা হয়েছে ৩০১ মেট্রিক টন।
মঙ্গলবার আনুষ্ঠানিকভাবে আমন সংগ্রহ শুরু হয়। সংগ্রহের লক্ষ্যমাত্রা পূরণ হবে বলে আশাবাদ ব্যক্ত করেন সংশ্লিষ্টরা।
What's Your Reaction?