আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

মাহমুদুল হাসান, ভ্রাম্যমাণ প্রতিনিধিঃ
Apr 25, 2025 - 20:53
 0  3
আখাউড়ায় বিএসএফ’র গুলিতে বাংলাদেশি আহত

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)-এর গুলিতে মো. আসাদুল ইসলাম (২৮) নামের এক বাংলাদেশি নাগরিক আহত হয়েছেন। শুক্রবার (২৫ এপ্রিল) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার মনিয়ন্দ ইউনিয়নের ইটনা সীমান্ত এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আসাদুল ইসলাম ইটনা গ্রামের বাসিন্দা ফেরদৌস মিয়ার ছেলে। বর্তমানে তিনি ব্রাহ্মণবাড়িয়ার একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

বিজিবি ও স্থানীয় সূত্রে জানা গেছে, বেলা সাড়ে ১১টার দিকে ইটনা সীমান্তে হঠাৎ করে বিএসএফ তিন রাউন্ড গুলি ছোড়ে। এতে আসাদুল ইসলাম গুলিবিদ্ধ হন। পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে দ্রুত হাসপাতালে নিয়ে যান।

এ বিষয়ে বিজিবি ৬০ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল জিয়াউর রহমান জানান, সীমান্তবর্তী নদী পার হওয়ার সময় বিএসএফ গুলি চালায়। আহত ব্যক্তি কী উদ্দেশ্যে সীমান্তে গিয়েছিলেন তা জানার চেষ্টা চলছে। পাশাপাশি ঘটনার পর বিএসএফ-এর সঙ্গে যোগাযোগ করা হয়েছে। বিকেল সাড়ে ৫টার দিকে পতাকা বৈঠকের আয়োজন করা হয়েছে বলেও তিনি জানান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow