আখাউড়ায় বেপরোয়া দিগন্ত বাসের ধাক্কায় প্রাণ গেল বিজয়নগরের ভ্যান চালকের
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়া উপজেলার দক্ষিণ ইউনিয়নের নুরপুর এলাকায় চেকপোষ্ট আগরতলা যাওয়ার রোডে বেপরোয়া দিগন্ত বাসের ধাক্কায় প্রাণ গেল ৩২ বছর বয়সী মোঃ সাদ্দাম হোসেন নামে এক ভ্যান চালকের। ভ্যান চালক মোঃ সাদ্দাম হোসেন ঘটনাস্থলেই নিহত হয়েছে বলে জানা যায়।
শনিবার বিকাল সাড়ে তিন টার দিকে এ ঘটনা ঘটে। ঘটনাস্থল থেকে সন্দেহমূলক ভাবে ভ্যান চালককে আখাউড়া সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
নিহত সাদ্দাম হোসেন বিজয়নগর উপজেলার সিংগারবিল ইউনিয়নের কাশিনগর লেচুবাগান গ্রামের মৃত মোঃ আবদুল হোসেন এর ছেলে। পোস্টমর্টেম শেষে গতকাল রাত ১১ টায় নিহত সাদ্দাম হোসেন এর বাড়িতে তার লাশ পৌঁছালেও সময়ের কারণে তার দাফন সম্পন্ন করতে পারেনি বলে জানান এলাকার লোকজন।
রবিবার সকাল দশটায় তার জানাযার নামাজ ও দাফন সম্পন্ন হয়েছে। নিহত সাদ্দাম হোসেন এর বাড়িতে চলছে শোকের মাতাম। সাদ্দাম হোসেনের পরিবারে তিনটি নাবালক ছেলে সন্তান ও সাত দিনের একটি কণ্যা সন্তান রয়েছে।
নিহতের বড় ভাই মোঃ শাহআলম জানান, ভাইকে হারিয়ে আজ নিজকে একা মনে হচ্ছে। ছেলে মেয়ে ও পরিবারের খাবার সংগ্রহ করতে নিজ বাড়ি থেকে কর্মস্থলে যান। ভাগ্যের কি নির্মম পরিহাস আজ খাবারের পরিবর্তে লাশ হয়ে ফিরে এসেছে আমার ভাই। ভাইয়ের জন্য সবার কাছে দোয়া চেয়েছেন তিনি।
সন্তানেরা বাবার লাশ দেখে মায়ের আঁচল ধরে হাউ মাউ করে কান্না করছেন। বাবাকে হারিয়ে সন্তানেরা বলেন, আমার বাবার এই ভ্যান গাড়িটি ছিল একমাত্র ঘরের আয়ের উৎস। ভ্যান গাড়ি চালিয়ে বাবা পরিবারের খাবার সংগ্রহ করতেন। এখন আমাদের কি হবে।
স্থানীয়রা জানায়, নিহত সাদ্দাম হোসেনের দুই পাঁজরের হাড্ডি ভেঙ্গে যায় এবং একটি পা ভেঙ্গে যায়। ঘটনার পর বাস মালিক সমিতির পক্ষ থেকে নিহতর পরিবারকে নগদ ২০ হাজার টাকা প্রদান করেন এবং আরো ৩০ হাজার টাকা দিবে বলে আশ্বাস দিয়েছেন।
What's Your Reaction?