আখাউড়ায় মোটর সাইকেল চালক নিহত
ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় লরিকে অতিক্রম করতে গিয়ে হৃদয় মিয়া-(১৫) নামে এক মোটর সাইকেল চালক নিহত হয়েছে।
সোমবার সকাল ১১ টার দিকে কুমিল্লা-সিলেট মহাসড়কের উপজেলার ধরখার ইউনিয়নের ছতুরা শরিফ এলাকায় এ ঘটনা ঘটে। নিহত হৃদয় মিয়া জেলার কসবা উপজেলার সৈয়দাবাদ গ্রামের মনু মিয়ার ছেলে।
ঘটনার সত্যতা নিশ্চিত করে ধরখার পুলিশ ফাঁড়ির ইনচার্জ এস.আই জাকির জানান, দুই বন্ধুকে নিয়ে হৃদয় মিয়া মোটর সাইকেল যোগে বাড়ির দিকে যাওয়ার পথে ছতুরা শরীফ এলাকায় দ্রুত গতিতে একটি লরিকে অতিক্রম করতে গিয়ে লরির পেছনে ধাক্কা লেগে হৃদয় ছিটকে পড়েন। এসময় ভাগ্যক্রমে মোটর সাইকেলের পেছনে থাকা দুই আরোহী বেঁচে গেলেও ঘটনাস্থলেই চালক হৃদয় নিহত হয়।
তিনি আরো জানান, চালকসহ লরিটি আটক করা হয়েছে। কোনো অভিযোগ না থাকায় পরিবারের কাছে ময়নাতদন্ত ছাড়াই লাশ হস্তান্তর করা হয়েছে।
What's Your Reaction?