আখাউড়ায় রান্নাঘরের গর্তে লুকানো ১১ কেজি গাঁজা, আটক ১

ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ায় রান্নাঘরের গর্ত থেকে ১১ কেজি গাঁজা উদ্ধার করেছে পুলিশ। শনিবার (১২ এপ্রিল) রাতে উপজেলার আমোদাবাদ গ্রামে এ অভিযান চালানো হয়। এ ঘটনায় কামাল ভূঁইয়া (৩৪) নামের একজনকে আটক করা হয়েছে।
রবিবার (১৩ এপ্রিল) আটককৃত কামাল ভূঁইয়াকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
আখাউড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ছমিউদ্দিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে শনিবার রাত সাড়ে ১০টার দিকে কামাল ভূঁইয়ার বাড়িতে অভিযান চালানো হয়। বাড়ির রান্নার কাজে ব্যবহৃত একটি টিনশেড দোচালা ঘরের মেঝেতে খোঁড়া গর্তে গাঁজাগুলো লুকিয়ে রাখা ছিল।
তিনি আরও জানান, অভিযানে ১১ কেজি গাঁজা উদ্ধার করা হয় এবং এ ঘটনায় আটককৃতের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
What's Your Reaction?






