আগামী ৮ মে  ফরিদপুর সদর উপজেলা সহ আরও দুটি ‌ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 

ফরিদপুর জেলা প্রতিনিধি:
Apr 16, 2024 - 18:42
Apr 16, 2024 - 18:47
 0  12
আগামী ৮ মে  ফরিদপুর সদর উপজেলা সহ আরও দুটি ‌ উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে 

আগামী ৮ মে ফরিদপুর সদর উপজেলা সহ আরো দুটি উপজেলা পরিষদ নির্বাচন অনুষ্ঠিত হবে । বাকি দুটো উপজেলা হচ্ছে ‌ মধুখালী ও চর ভদ্রাসন।
 ধারাবাহিকতায় গত ১৫ এপ্রিল  তিনটি উপজেলার অর্থাৎ ফরিদপুর সদর,মধুখালী ও চরভদ্রাশন উপজেলার নির্বাচন উপলক্ষে মনোনয়ন পত্র দাখিলের শেষ দিন ছিলো।
তিনটি উপজেলায় চেয়ারম্যান পদে ১৯ জন,
পুরুষ ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন,
মহিলা ভাইস চেয়ারম্যান পদে ১৬ জন প্রার্থীর মনোনয়নপত্র দাখিল করেন।
ফরিদপুর সদর উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন।
তারা হলেন-
১। সামচুল আলম চৌধুরী, 
২। গোলাম রাব্বানী খাঁন, 
৩। মো: আব্দুর রাজ্জাক মোল্লা, 
৪। রউফ উন নবী, 
৫। কে এম নাজমুল ইসলাম, 
৬। মো: মনিরুল হাসান ও 
৭। ফকির মো: বেলায়েত হোসেন।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৬ জন। 
তারা হলেন : 
১। মো: আলমগীর হোসেন, 
২। মো: নজরুল ইসলাম, 
৩। মো: ঈমান আলী মোল্লা, 
৪। মনিরুজ্জামান মনির, 
৫। মো: আশিক ও 
৬। মো: শাহিদ আল ফারুক।
ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৩ জন। 
তারা হলেন : 
১। রুখশানা আহমেদ মেহেবী, 
২। মাসুদা বেগম ও 
৩। ফরিদা ইয়াসমিন।

মধুখালী উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৫ জন। 
তারা হলেন-
১। মো: শহিদুল ইসলাম, 
২। মোহাম্মদ মুরাদুজ্জামান, 
৩। আবু সাঈদ মিয়া, 
৪। মির্জা আহসানুজ্জামান আজাউল ও 
৫। মাহমুদা বেগম।
ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) 
৩ জন। 
তারা হলেন : 
১। মোহাম্মদ শাহিদুল ইসলাম জাহিদ,
২। মুহাম্মদ মহসিন বিশ্বাস ও 
৩। মো: আবুল কাসেম।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ২ জন। 
তারা হলেন : 
১। মোর্শেদা আক্তার ও 
২। শুক্লা ভৌমিক।

চরভদ্রাসন উপজেলায় চেয়ারম্যান পদে মনোনয়নপত্র দাখিল করেছেন ৭ জন। 
তারা হলেন-
১। মোতালেব হোসেন মোল্লা, 
২। মো: খবির উদ্দিন শেখ, 
৩। মো: ফারুক হোসেন মৃধা, 
৪। সৈয়দ নিজাম উদ্দিন আহমেদ, 
৫। মো: আনোয়ার আলী মোল্যা, 
৬। মো: কাউছার ও 
৭। মো: ফয়সাল হাসান।

ভাইস চেয়ারম্যান পদে (পুরুষ) ৭ জন। 
তারা হলেন : 
১। সেক সোলায়মান, 
২। মোন্নাফ মোল্যা, 
৩। শামীম রেজা, 
৪। কাওছার হোসেন, 
৫। মোশারফ হোসেন, 
৬। মোহাম্মদ সামসুদ্দিন মোল্লা ও 
৭। জান-এ-আলম।

ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৪ জন। 
তারা হলেন : 
১। তানজিনা আকতার, 
২। নাজমা বেগম, 
৩। রওশন আরা পারভীন ও 
৪। হামেদা বেগম।

ফরিদপুরের সিনিয়র জেলা নির্বাচন অফিসার তারেক আহমেমদ জানান, ৬ষ্ঠ উপজেলা পরিষদ নির্বাচনের ১ম ধাপে ফরিদপুর সদর, মধুখালী ও চরভদ্রাসন উপজেলা পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামী ৮ মে। সোমবার মনোনয়নপত্র জমা দেওয়ার শেষ দিনে চেয়ারম্যান পদে ১৯ জন, ভাইস-চেয়ারম্যান (পুরুষ) পদে ১৬ জন এবং ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে ৯ জন প্রার্থী মনোনয়নপত্র দাখিল করেছেন।
তিনি আরো জানান, ১৭ এপ্রিল মনোনয়নপত্র যাচাই বাছাই, ২২ এপ্রিল প্রত্যাহার এবং ২৩ এপ্রিল প্রতিক বরাদ্দ দেওয়া হবে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow