আগামীতে জাতীয় ঐক্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী : মাওলানা আব্দুল হালিম 

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Feb 15, 2025 - 23:44
 0  8
আগামীতে জাতীয় ঐক্যের নেতৃত্ব দেবে বাংলাদেশ জামায়াতে ইসলামী :  মাওলানা আব্দুল হালিম 

 বাংলাদেশ জামায়াতে ইসলামী আগামীতে জাতীয় ঐক্যের নেতৃত্ব দেবে বলে মন্তব্য করেছেন সংগঠনটির কেন্দ্রীয় নেতা মাওলানা আব্দুল হালিম। অদ্য (১৫ ফেব্রুয়ারি) সকালের দিকে সংগঠনটির জেলা কার্যালয়স্থ মিলনায়তনে অনুষ্ঠিত জেলার রুকন সম্মেলনে এ আশাবাদ ব্যক্ত করেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় সহকারী সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 

বাংলাদেশ জামায়াতে ইসলামী খাগড়াছড়ি পার্বত্য জেলার আমীর অধ্যাপক সৈয়দ মোঃ আব্দুল মোমেনের সভাপতিত্বে অনুষ্ঠিত রোকন সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সংগঠনের কেন্দ্রীয় এসিস্ট্যান্ট সেক্রেটারি জেনারেল মাওলানা আব্দুল হালিম। 
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ২৯৮ নং খাগড়াছড়ি আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামীর মনোনীত সংসদ সদস্য পদপ্রার্থী এডভোকেট এয়াকুব আলী চৌধুরী।

রুকন সম্মেলনের প্রধান অতিথি মাওলানা আবদুল হালিম তাঁর বক্তব্য বলেন, জামায়াতকে ভোট দিলে খাগড়াছড়িকে একটি সন্ত্রাস, চাঁদাবাজ ও মাদকমুক্ত এবং বৈষম্যহীন খাগড়াছড়ি হিসেবে উপহার দেয়া হবে। এ লক্ষে সংগঠনের সর্বস্তরের জনশক্তি সাধারণ মানুষের কাছে তাদের এ বার্তা যেন দ্রুত পৌঁছে দেয় সে মোতাবেক প্রয়োজনীয় কার্যক্রম শুরু করার জন্য  উপস্থিত রোকনদের পরামর্শ প্রদান করা হয়। 

জামায়াতের জেলা সেক্রেটারি মিনহাজুর রহমানের সঞ্চালনায় রুকন সম্মেলনে আরো উপস্থিত ছিলেন খাগড়াছড়ি জেলা এসিস্ট্যান্ট সেক্রেটারি মোহাম্মদ ইউসুফ, জেলা কর্মপরিষদ সদস্য অধ্যক্ষ আবুল হোসেন, মোঃ আব্দুল মান্নান, মোহাম্মদ ইলিয়াসসহ জেলা এবং উপজেলার বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow