আগুনে পুড়ে ছাই কৃষকের ঘর, পাশে দাঁড়ালেন বনি ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির

গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায় বর্নি গ্রামে অগ্নিকাণ্ডে একটি বাড়িতে আগুন লেগে দুইটি ঘর পুড়ে ছাই। এমন খবর জানতে পেরে অসহায় ওই কৃষক পরিবারের পাশে দাঁড়িয়েছেন বর্নি ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির সহ তার সহকর্মীরা।
বৃহস্পতিবার (০৬ ফেব্রুয়ারি) আনুমানিক সন্ধ্যা ৬ টার সময় বর্নি গ্রামের মৃত কামাল মোল্লার ছেলে দিনমজুর শিপুল মোল্লার বাড়িতে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। এলাকাবাসী ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নেভাতে পারিনি।
ক্ষতিগ্রস্ত শিপুল মোল্লা বলেন, আনুমানিক সন্ধ্যা ৬ টার দিকে হঠাৎ দেখতে পাই আমার বাড়িতে আগুনের ধোয়া। দ্রুত বাড়িতে গিয়ে দেখি আমার নিজ থাকার ঘর সহ গোয়াল ঘরে আগুন লেগে পুড়ছে। আমার চিৎকারে এলাকাবাসি দ্রুত এসে প্রায় ঘণ্টা ব্যাপী চেষ্টা করে আগুন নিভাতে সক্ষম হয়।
ধারণা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়। আগুনে দুটি টিনের ঘর, নগদ টাকা সহ ধান, চাউল, আসবাবপত্র ও একটি ঘড়ে থাকা সম্পন্ন মালামাল পুড়ে প্রায় ১ লাখ টাকার ক্ষতি হয়েছে বলে ক্ষতিগ্রস্ত দাবি করেছেন। এতে সব কিছু হারিয়ে অসহায় হয়ে পড়ে পরিবারটি।
জানা গেছে যে, শিপুল মোল্লার ২ মাসের সম্পূর্ণ খরচ বহন করলেন। বর্নি ইউনিয়ন বিএনপি সভাপতি জাহাঙ্গীর কবির বলেন সামান্য সহযোগিতা করতে পেরেছি এটাই আমি নিজেকে গর্ববোধ মনে করি। চেষ্টা করছি সমাজের অবহেলিত, বঞ্চিত, নির্যাতিত-নিপীড়িত মানুষের সাহায্যে এগিয়ে আসার। আল্লাহ আমাকে যেন তৌফিক দান করেন।
What's Your Reaction?






