আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,

কেফায়েত উল্লাহ,খাগড়াছড়ি জেলা প্রতিনিধি
Feb 13, 2025 - 11:53
 0  40
আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ইসলামিয়া আলিম মাদরাসা পরিদর্শন করলেন জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা,

মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবন পরিদর্শন করেছেন  জেলা পরিষদ চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। গতকাল বিকেলে খাগড়াছড়ি  পার্বত্য জেলা পরিষদ চেয়ারম্যান এ পরিদর্শনে আসেন। 

গত সোমবার (১০ ফেব্রুয়ারি) বিকেলে আগুন লেগে মাটিরাঙ্গা ইসলামিয়া আলিম মাদরাসার ৪ টি ভবন পুড়ে যায়। স্থানীয় সাধারণ মানুষ ও ফায়ার সার্ভিসের ১ ঘন্টা ধরে জোর চেষ্টা চালানোর পর আগুন নিয়ন্ত্রণে আসে। এরই মধ্যে  চারটি টিনশেডের সেমিপাকা ভবন পুড়ে চাই হয়ে যায়। 

মাদরাসা সূত্রে জানা যায়, পুড়ে যাওয়া ভবনগুলোতে ১০ জন এতিম ছাত্র বসবাস করতো। এর মধ্যে কয়েকটি শ্রেণিকক্ষও ছিলো। আগুনে এতিম শিক্ষার্থীদের সম্পূর্ণ আবাসন ব্যবস্থা ও মাদরাসার কয়েকটি শ্রেণী কক্ষ সম্পূর্ণভাবে পুড়ে যায়। 

গতকাল বিকেলে আগুনে পুড়ে যাওয়া ক্ষতিগ্রস্ত ভবনগুলো পরিদর্শনে আসেন খাগড়াছড়ি পার্বত্য জেলা পরিষদের চেয়ারম্যান জিরুনা ত্রিপুরা। পুড়ে যাওয়া ভবন পরিদর্শনকালে মাদরাসা কর্তৃপক্ষ ও এতিম শিক্ষার্থীদের প্রতি সমবেদনা জানান তিনি। এ সময় এতিমখানার জন্য নগদে ৫০,০০০/- (পঞ্চাশ হাজার) টাকা সহায়তা প্রদান করেন তিনি। এতিম শিক্ষার্থীদের থাকার ঘর নির্মাণের জন্য জরুরি ভিত্তিতে প্রয়োজনীয় খাদ্য শস্য বরাদ্ধ প্রদানের আশ্বাসও দেন জেলা পরিষদের চেয়ারম্যান। জেলা পরিষদের সদস্য প্রশান্ত কুমার ত্রিপুরা ও এডভোকেট মনজিলা সুলতানা ঝুমা এবং উপজেলা নির্বাহী অফিসার মনজুর আলম এ সময় উপস্থিত ছিলেন। 


মোহাম্মদ কেফায়েত উল্লাহ 
খাগড়াছড়ি থেকে 
মোবাইল : ০১৮২২-৮০২৩২৭ /   ০১৫৫৭-০০৮১৫৬

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow