আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার

মো: মনিরুজ্জামান আগৈলঝাড়া(বরিশাল) প্রতিনিধি
Apr 11, 2025 - 10:12
 0  9
আগৈলঝাড়ায় মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামিসহ দুই জন গ্রেফতার

বরিশালের আগৈলঝাড়া থানা পুলিশ মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত এক পলাতক আসামিসহ দুই জনকে গ্রেফতার করেছে। বুধবার (৯ এপ্রিল) রাতে পৃথক অভিযানে তাদের আটক করা হয়।

থানা সূত্রে জানা গেছে, ঢাকা থেকে অভিযান চালিয়ে মাদক মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত ও ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি মো. মামুন ওরফে মমিনকে গ্রেফতার করা হয়েছে। তিনি উপজেলার বাগধা ইউনিয়নের আমবৌলা গ্রামের হাবিবুর রহমানের ছেলে। মামুন রাজধানীর ঝিগাতলায় ভাড়াটিয়া বাসিন্দা ছিলেন এবং ধানমন্ডি থানায় দায়ের করা মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের মামলায় যাবজ্জীবন সাজাপ্রাপ্ত আসামি।

আগৈলঝাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. অলিউর রহমান জানান, মামলার (নং ৫/৫/২০০৭) রায়ে ঢাকার বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. রফিকুল ইসলাম ২০২৩ সালের ১৯ জুন মামুনের অনুপস্থিতিতে তাকে যাবজ্জীবন সশ্রম কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ডের আদেশ দেন। রায়ের পর থেকেই মামুন পলাতক ছিলেন।

একই রাতে উপজেলার বাকাল ইউনিয়নের যবসেন গ্রাম থেকে জিআর ৭৬/২৪ মামলার ওয়ারেন্টভুক্ত পলাতক আসামি তুহিন সিকদারকে (৩২) গ্রেফতার করে পুলিশ। তিনি ওই গ্রামের মনু সিকদারের ছেলে।

গ্রেফতারকৃত মামুনকে বৃহস্পতিবার (১০ এপ্রিল) বরিশাল কেন্দ্রীয় কারাগারে এবং তুহিনকে বরিশাল আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে বলে নিশ্চিত করেছেন ওসি অলিউর রহমান।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow