আজ থেকে শুরু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৪ দিন ব্যাপী ওরস শরীফ

নুরুল ইসলাম,সদরপুর(ফরিদপুর)প্রতিনিধি
Feb 14, 2025 - 17:50
 0  12
আজ থেকে শুরু বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের ৪ দিন ব্যাপী ওরস শরীফ

আজ ১৫ ই ফেব্রুয়ারি (শনিবার) থেকে শুরু হয়েছে ফরিদপুরের সদরপুর উপজেলার আটরশি বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফে বিশ্ব ওলী শাহ্‌সুফী হযরত মাওলানা মোহাম্মদ হাসমতউল্লাহ্‌ নকশবন্দী মোজাদ্দেদী "কুদ্দেছা ছিররাহুল আজীজ" (কুঃ ছেঃ আঃ)  ছাহেবের ৪ দিন ব্যাপী বাৎসরিক উরস

শরীফ। ওরস উপলক্ষে দেশ-বিদেশ থেকে লাখ লাখ মানুষের আল্লাহু আকবর তাকবির ধ্বনি ও পদচারণায় মুখরিত পুরো এলাকা জুড়ে।

ওরস শরীফ উপলক্ষে জাকেরানদের জন্য তৈরী করা হয়েছে বিশাল এলাকা জুরে প্যান্ডেল নির্মান, অজুখানা তৈরী, খাবার মাঠ, পয়ঃনিষ্কাশন ব্যবস্থা, মহিলাদের থাকার ব্যবস্থা, গাড়ি পার্কিং-এর জন্য মাঠ প্রস্তুত, বিভিন্ন ডিপার্মেন্টের গেট নির্মাণ, নিরাপত্তা ব্যবস্থা, দেওয়ালে দেওয়ালে রঙের কাজ সহ সকল প্রস্তুতি।
এ ছাড়াও সার্বিক নিরাপত্তায় নিয়োজিত রয়েছে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। 

গতকাল শুক্রবার জুম্মার নামাজের পর খাজাবাবা ফরিদুপুরীর মাজার জিয়ারত শেষে পতাকা উত্তোলনের মাধ্যমে উরসের মুল আনুষ্ঠানিকতা শুরু হয়েছে বলে জানিয়েছিলেন, জাকের মঞ্জিল দরবার শরীফের সমম্বয়কারী এম,এম,শহীদুল 
ইসলাম শাহিন। তিনি আরো জানান, ইতি মধ্যেই দেশের বিভিন্ন প্রান্ত থেকে জাকেরান, আশেকান সহ  বিভিন্ন ধর্মাবলম্বী ভক্তদের সমাগমে মুখরিত হয়েছে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পুরো এলাকা জুড়ে।

এজন্য অন্যান্ন  ধর্মালম্বীদের থাকার জন্য নির্মিত হয়েছে আলাদা সামিয়ানা, প্যান্ডেল, লাইটিং, খাবার মাঠ, পয়ঃনিস্কাশন ব্যাবস্থা, মহিলাদের জন্য আলাদা থাকার ব্যাবস্থা, জরুরী চিকিৎসা সেবা সহ নেওয়া হয়েছে সার্বিক নিরাপত্তার ব্যবস্থা। 

আইটি বিভাগের কামরুল জানান, দরবার শরীফ এলাকায় প্রায় ২০০ শতাধিক  সি,সি,ক্যামেরা, আর্চওয়ে টাওয়ার স্থাপন করা হয়েছে। সাথে গ্রহন করা হয়েছে ব্যাপক নিরাপত্তা ব্যাবস্থা। তিনি আরো জানান, দরবার শরীফের নিজস্ব স্বেচ্ছাসেবক ছাড়াও সদরপুর থানা পুলিশের পাশাপাশি ফরিদপুর থেকে অতিরিক্ত পুলিশ মোতায়েন রয়েছে।
জানা গেছে, বাংলা ১৩৫৪ সালে বিশ্ব জাকের মঞ্জিল দরবার শরীফের পীর খাজাবাবা ফরিদপুরী প্রথম ওরস শরীফ শুরু করেণ। সেই থেকে প্রতি বছর অনুষ্ঠিত হয়ে আসছে বাৎসরিক উরস শরীফ।

ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যদিয়ে প্রতিদিন মিলাদ মাহফিল, জিকির আসকার, ফরজ, সুন্নত, ও নফল ইবাদতের সাথে তরিকতের ওজিফা কালামে মশগুল থাকবেন জাকেরানরা। আগামী ১৮ ই ফেব্রুয়ারি মঙলবার বাদ ফজর আখেরী মোনাজাতের মধ্য দিয়ে শেষ হবে জাকের মঞ্জিলের বাৎসরিক উরস শরীফ। 

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow