আট দফা দাবিতে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটে ক্লাস-পরীক্ষা বর্জন

আট দফা দাবির বাস্তবায়নের লক্ষ্যে ক্লাস ও পরীক্ষা বর্জনের পাশাপাশি অবস্থান কর্মসূচি এবং স্মারকলিপি প্রদান করেছে ফরিদপুর কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। রবিবার (৬ এপ্রিল) সকাল ১১টা ৩০ মিনিটে শহরতলীর গঙ্গাবর্দীতে অবস্থিত ইনস্টিটিউট প্রাঙ্গণে এ কর্মসূচি পালিত হয়।
কর্মসূচি শেষে প্রতিষ্ঠানটির অধ্যক্ষ বরাবর একটি স্মারকলিপি প্রদান করেন শিক্ষার্থীরা। এতে কৃষি প্রশিক্ষণ ইনস্টিটিউটের বিভিন্ন বর্ষের শতাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করেন। দাবি আদায় না হওয়া পর্যন্ত তারা আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।
শিক্ষার্থীরা অভিযোগ করেন, দীর্ঘদিন ধরে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে আট দফা দাবি জানিয়ে এলেও তাতে কোনো সাড়া মেলেনি। ফলে তারা বাধ্য হয়ে ক্লাস ও পরীক্ষা বর্জন করে এই কর্মসূচি পালন করছেন। আন্দোলনরত এক শিক্ষার্থী বলেন, “আমরা চাই কর্তৃপক্ষ দ্রুত পদক্ষেপ নিক। দাবি মানা না হলে আরও কঠোর কর্মসূচি আসবে।”
শিক্ষার্থীদের উত্থাপিত আট দফা দাবির মধ্যে রয়েছে—ডিপ্লোমা কৃষিবিদদের পাবলিক কৃষি বিশ্ববিদ্যালয়ে উচ্চশিক্ষার সুযোগ প্রদান, উপসহকারী কৃষি কর্মকর্তাদের দ্বিতীয় শ্রেণির কর্মচারী হিসেবে গেজেটভুক্ত করে নিয়মিত নিয়োগ নিশ্চিত করা এবং কৃষি ডিপ্লোমা শিক্ষার মানোন্নয়নে শিক্ষক সংকট নিরসন।
এছাড়াও দাবির মধ্যে রয়েছে—কৃষি ডিপ্লোমা শিক্ষাকে কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের (ডিএই) আওতা থেকে সরিয়ে কৃষি মন্ত্রণালয়ের অধীন একটি স্বতন্ত্র প্রতিষ্ঠানে রূপান্তর, সব কৃষি গবেষণা প্রতিষ্ঠানে সহকারী বৈজ্ঞানিক কর্মকর্তা পদটি ডিপ্লোমা কৃষিবিদদের জন্য সংরক্ষিত রাখা এবং বেসরকারি চাকরিতে ন্যূনতম ১০ম গ্রেডে বেতন প্রদান।
শিক্ষার্থীরা আরও দাবি করেন, কৃষি ডিপ্লোমা শিক্ষার্থীদের জন্য মাঠ সংযুক্তি ভাতা চালু করতে হবে এবং উপসহকারী কৃষি কর্মকর্তাদের চাকরিতে যোগদানের পর ৬ মাসব্যাপী ফাউন্ডেশন ট্রেনিং বাধ্যতামূলক করতে হবে।
শিক্ষার্থীদের দাবিগুলো আমলে নিয়ে দ্রুত ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষের প্রতি আহ্বান জানিয়েছেন তারা।
What's Your Reaction?






