"ইসলামী মূল্যবোধেই সুন্দর সমাজ গঠনের পথ" – খবিরুল ইসলাম

নওগাঁর আত্রাই উপজেলার ১নং সাহাগোলা ইউনিয়নে জামায়াতে ইসলামী আয়োজিত এক সভা ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। সোমবার (১০ মার্চ) বিকেলে ভবানীপুর ধানপট্টি চত্বরে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সাহাগোলা ইউনিয়ন জামায়াতে ইসলামীর সভাপতি মো. মানিক উদ্দিনের সভাপতিত্বে এবং সেক্রেটারি মো. মহসীন আলীর সঞ্চালনায় এ সভা অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি ছিলেন নওগাঁ-০৬ (আত্রাই-রাণীনগর) আসনের জামায়াতে ইসলামীর মনোনীত এমপি প্রার্থী, নওগাঁ জেলা জামায়াতের কর্ম পরিষদের সদস্য ও পাঁচুপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. খবিরুল ইসলাম।
প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, "ইসলামি মূল্যবোধ ও নৈতিকতা প্রতিষ্ঠার মাধ্যমে একটি সুন্দর সমাজ গঠনই আমাদের লক্ষ্য। আমরা চাই একটি শান্তিপূর্ণ ও ন্যায়ভিত্তিক সমাজ, যেখানে সকল নাগরিকের অধিকার সুরক্ষিত থাকবে এবং ইসলামী আদর্শের আলোকে জীবনযাপন করা সম্ভব হবে।"
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন জামায়াতে ইসলামী আত্রাই উপজেলা শাখার নবনির্বাচিত আমীর মো. আসাদুল্লাহ আল গালিব, নায়েবে আমীর মো. ওসমান গণি, সেক্রেটারি মো. তোজাম্মেল হকসহ স্থানীয় নেতৃবৃন্দ, সমর্থক ও গণ্যমান্য ব্যক্তিরা।
What's Your Reaction?






