আত্রাইয়ে আগুনে পুড়ে ভস্মীভূত তিনটি দোকান,ক্ষতির পরিমাণ প্রায় ১১ লক্ষ টাকা
নওগাঁর আত্রাইয়ে তিনটি দোকান ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষয়ক্ষতির পরিমাণ আনুমানিক প্রায় এগার লাখ টাকা বলে জানা গেছে। বৃহস্পতিবার দিবাগত রাতে এ দুর্ঘটনা ঘটে।
উপজেলার বিপ্রবোয়ালিয়া বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী সাইফুল ইসলাম বলেন, আমি প্রতিদিনের মত দোকানের কাজ কর্ম সেরে বাড়িতে চলে যাই, ভোর বেলা আগুনের খবরে দোকানে গিয়ে দেখি, দোকানে আগুন লেগে ভিতরে থাকা যাবতীয় ধান, কীটনাশকসহ সকল মালামার পুড়ে ছাই হয়ে গেছে। এতে ক্ষতির পরিমাণ প্রায় ৬ লক্ষ টাকার উপরে বলে তিনি জানান। পুড়ে যাওয়া আরও দোকানগুলো হলো মো: সাহাদুল ইসলামের মুদির দোকান,যাহার আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতির পরিমাণ প্রায় ৩ লক্ষটাকা ও গোলাম হোসেন টেইলার্সের দোকানে আগুনে ভস্মীভূত হয়ে ক্ষতির পরিমাণ প্রায় ২ লক্ষ টাকার মত বলে তারা জানান।
খবর পেয়ে শুক্রবার সকালে স্থানীয় ইউপি চেয়ারম্যান মো: খবিরুল ইসলাম ও আত্রাই থানা পুলিশ আগুনে ভস্মীভূত দোকান ঘড় গুলো পরিদর্শন করেছেন।
স্থানীয় দোকানীদের মন্তব্য, বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়ে থাকলে আগুনে পুড়ে যাওয়া মালামাল পুড়ে ছাই হয়ে পরে থাকবে। তবে মনে হচ্ছে লাগানো আগুনের সুত্রধরে দোকানের কিছু কিছু মালামাল লুট করা হয়েছে।
এব্যাপারে আত্রাই থানা পুলিশের অফিসার ইনচার্জ জহুরুল ইসলাম বলেন, মোবাইলে আগুনের খবর পেয়ে সেখানে আত্রাই থানা থেকে পুলিশ পাঠানো হয়েছিল। এ বিষয়ে এখনো পর্যন্ত কোন রকম অভিযোগ পাইনি, অভিযোগ পেলে তদন্ত সাপেক্ষ ব্যবস্থা নেওয়া হবে।
What's Your Reaction?