আত্রাইয়ে আবারও গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি

কাজী আনিছুর রহমান, রাণীনগর প্রতিনিধি, নওগাঁঃ
Mar 15, 2025 - 01:34
 0  4
আত্রাইয়ে আবারও গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি

নওগাঁর আত্রাইয়ে চুরির ঘটনা যেন নিত্যদিনের সঙ্গী হয়ে উঠেছে। সর্বশেষ বৃহস্পতিবার (১৩ মার্চ) দিবাগত রাতে উপজেলার নৈদীঘি পূর্বপাড়া এলাকায় একটি গোয়াল ঘর থেকে ৮টি গরু চুরি হয়েছে। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হলে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে।

স্থানীয়দের অভিযোগ, এর আগে উপজেলায় আরও ৩৫টি গবাদিপশু চুরি, ১৫ ভরি স্বর্ণ ও ৩০০ ভরি রুপার গহনা এবং নগদ দুই লাখ টাকা ছিনতাইয়ের ঘটনা ঘটেছে। তবে বেশিরভাগ ক্ষেত্রেই মামলা বা অভিযোগ দায়ের হলেও এখনো পর্যন্ত মালামাল উদ্ধার করতে পারেনি পুলিশ, যার ফলে চুরির ঘটনা ক্রমাগত বেড়েই চলেছে।

চুরি হওয়া গরুগুলোর মালিক খোরশেদ আলমের ছেলে মাসুম হোসেন জানান, প্রতিদিনের মতো বৃহস্পতিবার রাতেও আমরা বাড়ির সংলগ্ন গোয়াল ঘরে গরুগুলো রেখে ঘুমিয়ে পড়ি। কিন্তু ভোরে ঘুম থেকে উঠে দেখি, চোরেরা সবগুলো গরু চুরি করে নিয়ে গেছে। পরে থানায় গিয়ে একটি লিখিত অভিযোগ দায়ের করেছি।

২৪ ফেব্রুয়ারি দাড়িয়াগাঁর্থী গ্রামের স্বর্ণকার নান্টু কুমার প্রামাণিকের ব্যবসাপ্রতিষ্ঠান ‘রিংকু জুয়েলার্স’ থেকে ফেরার পথে ছিনতাইকারীরা ১৫ ভরি স্বর্ণ, ৩০০ ভরি রুপার গহনা ও নগদ দুই লাখ টাকা ছিনতাই করে। ৯ সেপ্টেম্বর থাঐপাড়া গ্রামের জাকির হোসেন, সাইদুর রহমান ও রাজা হোসেনের ৭টি গরু ও ২টি ছাগল চুরি হয়। ২৩ সেপ্টেম্বর দিঘীরপার গ্রামের নিজামউদ্দীন হাজির খামার থেকে ৮টি গরু, ১২ অক্টোবর চকবিষ্টপুর গ্রামের মইতুল সরকারের ৪টি গরু, ২৫ অক্টোবর ভোঁপাড়া গ্রামের ছামছুর রহমানের ২টি গরু, ২ ডিসেম্বর বলরামচক গ্রামের মোজাফ্ফর হোসেনের ৪টি গরু, ২১ জানুয়ারি বাঁকা গ্রামের মিঠু হোসেনের ৫টি গরু এবং ৫ ফেব্রুয়ারি কচুয়া গ্রামের শহিদুল ইসলামের ৩টি গরু চুরির ঘটনা ঘটে।

নান্টু কুমারের স্ত্রী পপি রানী বলেন, আমার স্বামীকে মারধর করে এতগুলো স্বর্ণ, রুপার গহনা ও টাকা লুট করে নিয়ে গেল, অথচ পুলিশ এখনো কিছুই উদ্ধার করতে পারেনি।

আত্রাই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাহাব উদ্দীন জানান, গরু চুরির ঘটনায় লিখিত অভিযোগ পেয়েছি এবং ঘটনাস্থল পরিদর্শন করা হয়েছে। গরু উদ্ধার ও জড়িতদের গ্রেপ্তারের চেষ্টা চলছে। এছাড়া স্বর্ণ ও রুপার গহনা ছিনতাইয়ের ঘটনায় একজনকে আটক করা হয়েছে। সবগুলো চুরি ও ছিনতাইয়ের ঘটনার তদন্ত অব্যাহত রয়েছে এবং মালামাল উদ্ধারের চেষ্টা চলছে।

What's Your Reaction?

like

dislike

love

funny

angry

sad

wow