আত্রাইয়ে ইউএনও'র অভিযান: ভেঙে দেওয়া হলো ভেকুমেশিন

নওগাঁর আত্রাই উপজেলায় পুরনো পুকুর সংস্কারের কাজে ব্যবহৃত ভেকুমেশিন ভাঙচুরের অভিযোগ উঠেছে উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) মো. কামাল হোসেনের বিরুদ্ধে। অভিযানের নামে তিনি উপজেলার সিংসাড়া, চৌরবাড়ি, বিপ্রবোয়ালীয়া ও হাটকালুপাড়া এলাকায় ভেকুমেশিন ভাঙচুর করেছেন বলে জানিয়েছেন মেশিন মালিকরা।
ভেকুমেশিন মালিকদের অভিযোগ, কৃষকের পুরনো পুকুর সংস্কারের জন্য ভেকুমেশিন ব্যবহার করছিলেন তারা। কিন্তু ইউএনও অবৈধ পুকুর খননের অভিযোগ এনে এসব মেশিন ভেঙে ফেলেন। এতে প্রতিটি ভেকুমেশিনে ৮০ হাজার থেকে এক লাখ টাকা পর্যন্ত ক্ষতি হয়েছে বলে জানান বজ্রপুর গ্রামের ফজলুর রহমান, ঘোষপাড়া গ্রামের বাবু ও বিপ্রবোয়ালিয়া গ্রামের আব্দুল মান্নান।
স্থানীয় যুবদল নেতা খোরশেদ আলম বলেন, "পুকুর সংস্কারে ভেকুমেশিন ব্যবহারে শর্ত ভঙ্গ হয়ে থাকলেও আইনানুগ ব্যবস্থা নেওয়া যেত। ভেকুমেশিন ভেঙে গরিব মানুষের জীবনধারণের পথ বন্ধ করা অনুচিত।"
এ বিষয়ে ইউএনও কামাল হোসেন বলেন, "ডিসি স্যারের অনুমতি ছাড়া তারা বাণিজ্যিকভাবে মাটি বিক্রি করছিলেন। আমরা শুধু সংস্কারের অনুমতি দিয়ে থাকি। শর্ত ভঙ্গ করায় কয়েকটি ভেকুমেশিন ভেঙে দেওয়া হয়েছে।"
What's Your Reaction?






