আত্রাইয়ে ইসলামী ছাত্র শিবিরের দোয়া ও ইফতার মাহফিল

নওগাঁর আত্রাইয়ে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের উপজেলা শাখার উদ্যোগে এসএসসি ও আলিম পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া, কোরআন বিতরণ ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২২ মার্চ) বিকেল ৪টায় মোল্লা আজাদ মেমোরিয়াল সরকারি কলেজের হলরুমে আয়োজিত অনুষ্ঠানে পরীক্ষার্থীদের জন্য বিশেষ দোয়া করা হয়। এরপর সন্ধ্যায় ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়।
আত্রাই উপজেলা ইসলামী ছাত্র শিবিরের সভাপতি মতিউর রহমান শাহিনের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন নওগাঁ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাহিত্য সম্পাদক মো. হাবিবুল্লাহ। তিনি পরীক্ষার্থীদের উদ্দেশে বলেন, "সফলতার জন্য নিয়মিত অধ্যয়ন, সময় ব্যবস্থাপনা ও আল্লাহর প্রতি আস্থা রাখা অপরিহার্য। পরীক্ষায় ভালো ফলাফলের জন্য প্রচেষ্টা চালিয়ে যেতে হবে।"
অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন নওগাঁ জেলা ইসলামী ছাত্র শিবিরের সাবেক সভাপতি মো. নাসির উদ্দিন ও আত্রাই উপজেলা শাখার সেক্রেটারি মো. মনোয়ার হোসাইন। এছাড়া স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
আয়োজকরা আশা প্রকাশ করেন, এ ধরনের উদ্যোগ পরীক্ষার্থীদের মানসিক প্রস্তুতি ও আত্মবিশ্বাস বৃদ্ধিতে সহায়ক হবে।
What's Your Reaction?






